শুভব্রত💎 মুখার্জি:- চলতি কাউন্টি চ্যাম্পিয়নশিপের ম্যাচে মুখোমুখি হয়েছিল সমারসেট এবং সারে। ম্যাচ একꦉেবারে টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শেষ হয়। দিনের শেষ দিকে একটা সময় যখন মনে হচ্ছিল সারে হয়ত ম্যাচ ড্র করে দেবে, সেই সময়েই অবিশ্বাস্য জয় ছিনিয়ে নেয় সমারসেট।
সারের হয়ে নবম উইকেট💃 পার্টনারশিপে দাঁতে দাঁত চেপে লড়াই করছিলেন জর্ডন ক্লার্ক এবং ওয়েস্ট ইন্ডিজের পেসার কেমার রোচ। ১১ ওভার꧑ ধরে সমারসেটের বোলারদের বিরুদ্ধে অসম্ভব একটা লড়াই চালান এই দুজনে। এই ১১ ওভারে একটি রানও ব্যাট থেকে আসেনি। তবে তাদের এই পার্টনারশিপ শেষ পর্যন্ত ভেঙে দেন ইংল্যান্ডের হয়ে টেস্টে খেলা স্পিনার জ্যাক লিচ।
শেষ দুটি উইকেট তুলে নিয়ে তিনি সমারসেটের হয়ে এক অবিশ্বাস্য জয়💧 এনে দেন। এর পরেই মাঠে ক্র্যাচে ভর দিয়ে প্রবেশ করেন কিপার ব্যাটার টম ব্যান্টন। ক্রাচে ভর দিয়েই সতীর্থদের সঙ্গে উদযাপনে মাততে দেখা যায় তাঁকে। যে ভিডিও রীতিমতো ভাইরাল হয়ে গিয়েছে।
প্রসঙ্গত জ্যাক লিচ সারের༒ শেষ দুജটি উইকেট তুলে নেন। প্রথমে তিনি আউট করেন জর্ডন ক্লার্ককে। এরপর তিনি ড্যান ওরেলকে এলবিডব্লিউ আউট করেন। মাত্র দুই বল খেলেই প্যাভিলিয়নে ফেরেন তিনি। এরপরেই খুশিতে ফেটে পড়েন সমারসেটের ক্রিকেটাররা। মাঠের বিভিন্ন প্রান্ত থেকে সমারসেটের ১১ জন ক্রিকেটার ছুটে আসেন ২২ গজের দিকে।
এই জয়, এই উল্লাসের মধ্যে সবথেকে বড় যে চিত্রটি সামনে উঠে আসে তা হল ক্রাচে ভর দিয়ে মাঠে ছুটে আসেন টম ব্যান্টন। ২২ গজের দিকে পৌঁছে যান তিনি। তৃতীয় দিনের খেলা শুরুর আগে তাঁর গোড়ালিতে চোট লাগে। তারপর আর খেলতে পারেননি তিনি। তবে দলের অনবদ্য জয়ে নিজেকে আর ধরে রাখতে পারেননি তিনি। ক্রাচে ভর কর𓆏েই তিনি যোগ দেন এই উদযাপনে।
ম্যাচে একটা সময়ে ১৫০ রানে এগিয়ে ছিল সমারসেট। ব্যান্টন একটি গুরুত্বপূর্ণ ৪৬ রানের ইন🔯িংস খেলেন। ফলে ম্যাচে লিড বেড়ে দাঁড়ায় ২০০'র বেশি। কার্যত এক পা🌳য়ে দাঁড়িয়ে এই লড়াকু ইনিংস খেলেন ব্যান্টন। ঘটনাচক্রে প্রথম ইনিংসে তিনি একটি শতরানও করেছিলেন।