একদিকে ১২ ম্যাচে ১৮ পয়েন্ট নিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করেছে কলকাতা নাইট রাইডার্স। অন্যদিকে ১২ ম্যাচে ১০ পয়েন্ট সংগ্রহ করে প্লে-অফের দৌড়ে কোনও রকমে টিকে রয়েছে গুজরাট টাইটানস। আমদাবাদে কেকেআর হেরে গেলেও তাদের বিশেষ ক্ষতি হবে না। তবে গুজরাট যদি কোনওভাবে ঘ🐽রের মাঠে পয়েন্ট খোয়ায়, তবে আইপিএল ২০২৪ থেকে তাদের বিদায় নিশ্চিত।
এমন ডু-অর-ডাই ম্য🌄াচে প্রকৃতি প্রতিবন্ধকতা তৈরি করে গুজরাট টাইটানসের সামনে। সোমবার ম্যাচ শুরুর আগে আমদাবাদে বৃষ্টি নামে। বৃষ্টি মাঝে মধ্যে বিরতি দিলেও আকাশের মুখ ভা🌊র। আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই নরেন্দ্র মোদী স্টেডিয়ামের পি♒চ ঢাকা দেওয়া রয়েছে পলিথিনে। বৃষ্টির জন্য টস পিছিয়ে দেওয়া হয়। স্বাভাবিকভাবেই পিছিয়ে যায় ম্যাচ শুরুর সময়। গুজরাট বনাম কেকেআর ম্যাচ꧑ ভেস্তে যাওয়ার আশঙ্কা যে একেবারে নেই, এমনটা বলা যাচ্ছে না মোটেও। ম্যাচ যদি শেষমেশ পরিত্যক্ত হয়, তবে জোর ধাক্কা খাবে টাইটানস শিবির।
এমনটা নয় যে, ক♍েকেআরকে হারালে গুজরাটের প্লে-অফের টিকিট নিশ্চিত। বরং জিতলেও ছিটকে যাওয়ার জোরালো আশঙ্কা রয়েছে গিলদের সামনে। তবে লড়াইয়ে টিকে থাকতে ম্যাচ জেতা ছাড়া উপায় নেই টাইটানসের।
আমদাবাদে সোমবারের ম্যাচ পরিত্যক্ত হলে গুজরাট ও কলকাতা, উভয় দলকে ১ পয়েন্ট করে ভাগ করে দেওয়া হবে। সুতরাং, ১৩ ম্যাচে গুজরাটের সংগ্রহ দাঁড়াবে ১১ পয়েন্ট। তাই শেষ ম্যাচ জিতলেও ১৩ পয়েন্টের বেশি এগোতে পারবেন না শুভমন গিলরা। ইতিমধ্যেই চারটি দল ১৪ বা তারও বেশি পয়েন্ট সংগ্রহ করেছে। তাই লিগ টেবিলের প্রথম চারে থাকা কোনওভাবেই সম্ভব হবে না গুজরাটের পক্💙ষে। সুতরাং, সোমবারের ম্যাচ ভেস্তে গেলে সব সম্ভবনা শেষ হয়ে যাবে গিলদের। আইপিএল ২০২৪ থেকে টাইটানসের বিদায় নিশ্চিত হয়ে যাবে।
আরও পড়ুন:- IPL 2024-এ সব থেকে বেশি শূন্য করেছেন কারা, তালিকায় রয়েছেন রথী🦋-মহারথীরা
অন্যদিকে এই ম্যাচ পরিত্যক্ত হলে কেকেআরের প্রথম দুইয়ে থাকা নিশ্চিত হয়ে যাবে। 🍷কেননা ১৩ ম্যাচে কলকাতার সংগ্রহে থাকবে ১৯ পয়েন্ট। সেক্ষেত্রে রাজস্থান রয়্যালস (১২ ম্যাচে ১৬ পয়েন্ট) ছাড়া আর কোনও দলের পক্ষে নাইট রাইডার্সকে ছোঁয়া সম্ভব হবে না। তাই গুজরাটের ঘরের মাঠ থেকে অন্তত ১ পয়েন্ট সংগ্রহ করলেই কলকাতা নাইট রাইডার্স প্রথম কোয়ালিফায়ারের যোগ্যতা অর্জন করবে। অর্থাৎ, খেলা না হলে গুজরাটের সর্বনাশ পৌষমাস হয়ে দেখা দেবে নাইট রাইডার্সের সামনে।