২২ নভেম্বর থেকে শুরু হতে চলেছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। বর্ডার-গাভাসকর ট্রফির অধীনে এই দুই দেশ নিজেদের মধ্যে মোট ৫টি টেস্ট খেলবে। তবে প্রথম টেস্ট খেলবেন না রোহিত শর্মা। পুরো ভারতীয় দল অস্ট্রেলিয়ায় পৌঁছে গেলেও এখনও দেশেই রয়েছেন রোহিত শর্মা। সদ্য পুত্র সন্তানের বাবা হয়েছেন তিনি। এই বিষয়টি নিয়ে আগের থেকেই খবর ছিল। নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্যাচে তিনি নিজেও পার্থ টেস্ট না খেলার ব্যাপারে ইঙ্গিত দিয়েছি🐼লেন। তবে তাঁর এই সিদ্ধান্ত নিয়ে দ্বিমত রয়েছে ক্রিকেট মহলের। কিন্তু এই বিষয়ে ভারতের অধিনায়কের পাশে দাঁড়ালেন অস্ট্রেলিয়ার তারকা ব্যাটসম্য🍨ান ট্র্যাভিস হেড। তাঁর মতে এই সময় রোহিতের পরিবারের পাশে থাকাই উচিত।
গত শুক্রবার মুম্বইয়ের পুত্র সন্তানের জন্ম দেন রোহিতের স্ত্রী রিতিকা। তাঁদের দু’জনকে শুভেচ্ছা জানাতে ঢল নামে নেট দুনিয়ায়। এরপরেই প্রশ্ন জাগে এবার কী অস্ট্রেলিয়ায় উড়ে যাবেন রোহিত? তবে এই বিষয়ে জানা যাচ্ছে, BCCI-কে রোহিত জানিয়ে দিয়েছেন তিনি এই মুহূর্তে অস্ট্রেলিয়ায় যাচ্ছেন না। সব কিছু ঠিক থাকলে দ্বিতীয় টেস্টের আগে তিনি দলের সঙ্গে যোগ দিতে পারেন। এই বিষয় নিয়েই অনেক প্রাক্তন খেলোয়াড়ই রোহিতের সমালোচনা করেছেন, তবে তাঁর পাশে দাঁড়ালেন ট্র্যাভিস হেড। তিনি নিজেও কয়েকদিন আগে পিতা হয়েছেন। সেই কারণে ঘরের মাঠে পাকিস্তানের বিরুদ্ধে ওডিআই সিরিজ থেকে ছ🃏ুটি নিয়েছিলেন নিজেও। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে হেড বলেন, ‘আমি তাঁর সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন করি। আমি নিজেও এই♏ পরিস্থিতির মুখোমুখি হয়েছিলাম, আমিও একই সিদ্ধান্ত নিয়েছিলাম।’
প্রসঙ্গত, কিছুদিন আগে সুনীল গাভাসকর বলেছিলেন, রোহিতের প্রথম টেস্ট অবশ্যই খেলা উচিত। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলিও কিছুটা একই কথা বলেছিলেন। গত সপ্তাহে এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, ‘পার্থে টেস্ট শুরু ২২ তারিখ থেকে। এখনও এক সপ্তাহ বাকি রয়েছে। আমি যদি তাঁর জায়গায় থাকতাম তাহলে পার্থ টেস💮্ট খেলতাম। কারণ এটা গুরুত্বপূর্ণ সিরিজ। অস্ট্রেলিয়ায় লড়াই সহজ হবে না। ওঁ একজন অসাধারণ অধিনায়ক। ভারতের তাঁকে প্রয়োজন আছে।’ উল্লেখ্য, নিউজিল্যান্ডের কাছে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের পর বর্ডার-গাভাসকর ট্রফির গুরুত্ব বেড়ে গিয়েছে ভারতের কাছে। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার জন্য এই সিরিজ খুবই গুরুত্বপূর্ণ দু’দলের জন্যই। বর্তমানে WTC-এর পয়েন্ট টেবিলে এক নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া। অন্যদিকে দুই নম্বরে রয়েছে টিম ইন্ডিয়া।