পথ দেখিয়েছে আইপিএল। ভারতীয় ক্রিকেট বোর্ডের দেখানো রাস্তায় হেঁটে বাড়তি উপার্জনের আশায় ঘরোয়া টি-২০ লিগ চালু করেছে প্রথমসারির দেশগুলি। সাম্প্রতিক সময়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠছ💟ে ঘরোয়া ক্রিকেট লিগ।
সারা বছরে এত বেশি ফ্র্যাঞ্চাইজি লিগ খেলা হচ্ছে যে, আন্তর্জাতিক ক্রিকেটের ভবিষ্যৎ নিয়েই সংশয় প্রকাশ করতে শুরু করেছে📖ন বিশেষজ্ঞরা। আসলে ফ্র্যাঞ্চাইজি ক𝓡্রিকেট লিগ খেলে অর্থ উপাজর্ন করার আশায় তারকা ক্রিকেটারদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিতেও দেখা যাচ্ছে। অনেকেই আবার জাতীয় ক্রিকট সংস্থার চুক্তি ভেঙে বেরিয়ে আসতেও কুণ্ঠা বোধ করছেন না।
ফ্র্যাঞ্চাইজি লিগের নেতিবাচক প্রভাব নিয়ে যখন চারিদিকে বিস্তর চর্চা চলছে, রবিচন্দ্র꧑ন অশ্বিনের চোখে তখন ধরা পড়ে এর সব থেকে ইতিবাচক দিক꧒। শনিবার আন্তর্জাতিক ক্রিকেটে নিউজিল্যান্ড প্রথমবার কোনও সহযোগী দেশের কাছে পরাজিত হওয়ার পরেই সোশ্যাল মিডিয়ায় ফ্র্যাঞ্চইজি লিগের গুণাগুণের উপরে আলোকপাত করেন অশ্বিন।
উল্লেখ্য, নিউজিল্যান্ড দল এই মুহূর্তে আমিরশাহির বিরুদ্ধে তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে ব্যস্ত। সিরিজের প্রথম টি-২০ ম্যাচে প্রত্যাশা মতো🍨ই জয় তুলে নেয় নিউজিল্যান্ড। তবে তারা অভাবনীয়ভাবে দ্বিতীয় ম্যাচে হেরে বসে আমিরশাহির কাছে। এমন অঘটনের পরে অশ্বিন টুইট করে জানান যে, এটাই ফ্র্যাঞ্চাইজি লিগের মাহাত্ম্য। এখন সহযোগী দেশের ক্রিকেটাররাও সর্বোচ্চ মঞ্চে নিজেদের মেলে ধরতে পারছেন ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথম সারির তারকাদের সঙ্গে ও বিরুদ্ধে খেলার অভিজ্ঞতা থাকার জন্য।
আরও পড়ুন:- US T10 M▨asters: ব্যাটে-বলে ধুন্ধুমার লড়াই ইউসুফ পাঠানের, তবু শেষ হাসি হাসলেন ভাজ্জিরা
অশ্বিন লেখেন, ‘নিউজিল্য𓆏ান্ডকে হারানো আমিরশাহির বড় প্রাপ্তি। এটা আমাদের দেখিয়ে দিল যে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট কী করে দেখাতে পেরেছে। মূল স্রোতের টেস্ট দল নয়, এমন দেশের পর♛বর্তী প্রজন্মের ক্রিকেটাররা আশার আলো দেখছে। এটা ক্রিকেটের জন্য ইতিবাচক সংকেত।’
এক্ষেত্রে অশ্বিন উদাহরণ হিসেবে রশিদ খানের প্রসঙ্গ উত্থাপন করেন। তিনি মনে করিয়ে দেন যে, রশিদ যখন আইপিএলে🎐 মাথা গলিয়ে দেন, তখন আফগানিস্তানকে কেউ বিশেষ পাত্তা দিত না। এখন ছবিটা বদলেছে। অশ্বিনের কথায়, ‘যখন রশিদ খান আইপিএলে ঢুকে পড়ে, আফগা🌟নদের নিয়ে বিশ্বকাপে কারও ভয় ছিল না। তবে এখন কেউ ওদের পাত্তা না দিয়ে পারবে না। ভবিষ্যতে হয়তো অন্য কোনও দেশের ক্রিকেটারদের আইপিএল খেলতে দেখা যেতে পারে এবং তারা নিজেদের দেশে ক্রিকেটের মোড় ঘুরিয়ে দিতে পারে।’