বিতর্কে আবু ধাবি টি-১০ লিগ। সংযুক্ত আরব আমিরশাহির বোলার হজরত বিলালের একটি নো-বলকে ঘিরে প্রশ্ন উঠতে শুরু করেছে। ক্রিজ থেকে এতটাই বাইরে পা চলে গেছে তা অজান্তে করা সম্ভব নয় বলেই মনে করছেন নেট দুনিয়া। বিষয়টি নিয়ে এক্স হ্যান্ডেলে পোস্ট করেছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। 🙈ঘটনাটি ঘটেছিল শুক্রবার স্যাম্প আর্মির সঙ্গে নিউ ইয়র্ক স্ট্রাইকার্সের ম্যাচে। বিষয়টিকে স্বাভাবিক ভাবে দেখছেন না ক্রিকেট প্রেমীরা। অনেকেই এই ঘটনায় ২০১৩ IPL-এ শ্রীসন্থের ম্যাচ গড়াপেটা কাণ্ডের ছায়া খুঁজে পাচ্ছেন।
বিলাল স্যাম্প আর্মির হয়ে প্রতিনিধিত্ব করেন। তিনি যখন বল করছিলেন তখনই একটি নো-বল করে বসেন। যেখানে দেখা যাচ্ছে তাঁর পা কম করে ক্রিজ থেকে এক ফুটের মতো বাইরে রয়েছে। বিষয়টি অবাক করেছে সমর্থক সহ বিলালের সতীর্থদের। ঘটনার সময়ের একটি ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন অজি তারকা ক্রিকেটার ডেভিড ওয়ার্নার। তিনি হাসির ইমোজি দিয়ে লেখেন, ‘𓆏এটা কী নো-বল ছিল?’
শুক্রবারের ম্যাচে চতুর্থ ওভারে বল করতে এসেছিলেন বিলাল। সেই সময় নিউইয়র্কের স্কোর ছিল ৩২ রানে ২ উইকেট। আগে বꩲ্যাট করে ১ উইকেট হারিয়ে ১৩৫ রান তুলেছিল স্যাম্প আর্মি, নিউইয়র্কের জয়ের জন্য প্রয়োজন ছিল ১৩৬ রানের। ওভারের শুরুটা ভালো🉐ই করেছিলেন বিলাল। কাণ্ড ঘটে ওভারের পঞ্চম বলে, নো-বল করে বসেন তিনি। রিপ্লেতে দেখা যায় ক্রিজ থেকে প্রায় এক ফুট বাইরে ছিল তাঁর পা। এই কাণ্ড দেখে তাঁর সতীর্থরাও হাসছিলেন। এরপর ফ্রি হিটে ছক্কা হাঁকান নিউইয়র্কের ডোনোভান ফেরেইরা। যদিও শেষ পর্যন্ত ম্যাচে ৩৬ রানে জয় লাভ করে স্যাম্প আর্মি।
গড়াপেটার অভিযোগ কেন? আসলে এর আগে আবু ধাবি টি-১০ লিগকে ঘিরে দুর্নীতির অভিযোগ উঠেছিল। গড়াপেটার অভিযোগে পুণে ডেভিলস দলের ব্যাটিং কোচ আশার জাইদিকে ২০২১ সালে পাঁচ বছরের জন্য নির্বাসিত হতে হয়েছিল। ওই একই ঘটনায় দলের মালিক পরাগ সাংভি এবং কৃষাণ কুমার চৌধুরীকে দু’বছরের জন্য নির্বাসিত করা হয়েছিল। এর আগে অনেকটা একই রকম কাণ্ড ঘটেছিল IPL-এ। ২০১৩ সালে গড়াপেটার অভিযোগে আলোড়ন পড়ে গিয়েছিল ভারতীয় ক্রিকেটে। সেই সময় নির্বাসিত হতে হয়েছিল শ্রীসন্থকে। IPL থেকে নির্বাসিত করা হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং রাজস্থান রয়্যালসকে।