আন্তর্জাতিক ক্রিকেটে চরম লজ্জার মুখে পড়ল বাংলাদেশ। মঙ্গলবার (স্থানীয় সময় অনুযায়ী) হিউস্টনে আমেরিকার বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে পাঁচ উইকেটে হেরে গেলেন শাকিব আল হাসান, নাজমুল হোসেন শান্ত, লিটন দাসরা। সিরিজের প্রথম ম্যাচে প্রথম ব্যাট করে নির্ধারিত ছয় উইকেটে ১৫৩ রান তোলে বাংলাদেশ। জবাবে নিউজিল্যান্ডের প্রাক্তন তারকা কোরি অ্যান্ডারসন এবং ভারতের হয়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হরমিত সিংয়ের দুরন্ত ব্যাটিংয়ের সুবাদে তিন বল বাকি থাকতেই পাঁচ উইকেটে ম্যাচটা জিতে যায় আমেরিকা। ২৫ বলে অপরাজিত ৩৫ রান করেছেন প্রাক্তন কিউয়ি তারকা। আর ১৩ বলে অপরাজিত ღ৩৩ রান করে ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন হরমিত। আর সেই জয়টা আমেরিকার কাছে মামুলি কোনও জয় নয়। ঐতিহাসিক জয় ছিনিয়ে নিয়েছে আমেরিকা। কারণ এই নিয়ে দ্বিতীয়বার পুরুষদের ক্রিকেটে আইসিসির পূর্ণ সদস্যের কোনও দেশকে হারাল। বাংলাদেশের আগে ২০২১ সালে আয়ারলඣ্যান্ডকে হারিয়েছিল আমেরিকা।
‘হোম কন্ডিশনেও’ ডুবল বাংলাদেশ
অথচ টি-টোয়েন্টি বি💟শ্বকাপের আমেরিকার যে মাঠে বাংলাদেশ খেলল, তা একেবারেই অচেনা কোনও জায়গা নয়। কারণ হিউস্টনের পিচটা যেমন ছিল, সেরকম পিচ তৈরি করেই ঘরের মাঠে বড়-বড় দলকে হারিয়ে এসেছে বাংলাদেশ। সোজা ভাষায় বলতে গেলে বাংলাদেশের মীরপুরের পিচ যেমন হয়, কার্যত সেরকমই ছিল হিউস্টনের পিচ।
বাংলাদেশের ব্যাটিং ইনিংস
সেই পিচে টসে জিতে বাংলাদেশকে প্রথমে ব্যাট করতে পাঠায় আমেরিকা। ব্ওযাট করতে নেমে সৌম্য সরকার কিছুটা টি-টোয়েন্টির মতো খেললেও 'টেস্ট' খেলতে শুরু করেন লিটন। তবে ক্যাপ্টেন নাজমুল যে ইনিংস খেলেন, সেটার সামনে লিটনের 'টেস♔্ট' ইনিংস অনেক ভালো মনে হচ্ছিল। ১১ বলে তিন রান করেন নাজমুল। শাকিবের অবস্থাও তথৈবচ ছিল। তিনি ১২ বলে ছয় রান করেন। শেষপর্যন্ত তোহিদ হৃদয়ের ৪৭ বলে ৫৮ রান এবং মাহমুদুল্লাহের ২২ বলে অপরাজিত ২৩১ রানের সুবাদে নির্ধারিত ২০ ওভারে ১৫৩ রান তোলে বাংলাদেশ।
আমেরিকার রান তাড়া
সেই রান তাড়া করতে নেমে বাংলাদেশের বোলারদের সামনে ধুঁকতে থাকেন আমেরিকার ব্যাটাররা। ডটবলের চাপে মার্কিন ব্যাটাররা ক্রমশ নুইয়ে পড়তে থাকജেন। একটা সময় মনে হয়েছিল যে ব্যাটারদের ব্যর্থতা ঢেকে দেবেন বোলাররা। কিন্তু কোরি এবং হরমিতের জুটিতে ম্যাচ থেকে ক্রমশ দূরে সরে যেতে থাকেন শাকিবরা। ষষ্ঠ উইকেটে ২৮ বলে অপরাজিত ৬২ রান যোগ করেন আমেরিকাকে জিতিয়ে দেন প্রাক্তন কিউয়ি তারকা এবং প্রাক্তন ভারতীয় ক্রিকেটার। তাঁদের কাছে তিনটি ছক্কা খান মুস্তাফিজুর রহমান।