ইতিহাস গড়ল আমেরিকা। এই প্রথমবার আইসিসির কোনও পূর্ণ সদস্য দেশের বিরুদ্ধে কোনও সিরিজ জিতল। আর আমেরিকার ইতিহাস গড়ার দিনে চিরকালীন লজ্জার চোরাবালিতে তলিয়ে গেল বাংলাদেশের পুরুষ ক্রিকেট দল। কারণ যে দলের বিরুদ্ধে আমেরিকা সিরিজ জিতেছে, সেই দলটা হল বাংলাদেশ।বৃহস্পতিবার (স্থানীয় সময় অনুযায়ী) আমেরিকার বিরুদ্ধে দ🌟্বিতী𝐆য় টি-টোয়েন্টি ম্যাচে ছয় রানে হেরে গিয়েছে বাংলাদেশ। আর ‘ঘরের মাঠে’ (মীরপুরের মতোই পিচ) বাংলাদেশের সেই হারের ফলে একটি ম্যাচ বাকি থাকতেই তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ পকেটে পুরে নিয়েছে আমেরিকা। আইসিসির সাম্প্রতিক ক্রমপর্যায় অনুযায়ী, টি-টোয়েন্টিতে বাংলাদেশের র্যাঙ্কিং হল নয়। আমেরিকা আছে ১৯ নম্বরে।
টসে হেরে প্রথমে ব্যাটিং আমেরিকার
বৃহস্পতিবার টসে হেরে প্রথমে ব্যাটিং করতে নামে আমেরিকা। হিউস্টনের স্লো পিচে প্রথম উইকেটের 🐼জুটিতে ৪৪ রান যোগ করেন স্টিভেন টেলর এবং মোনাঙ্ক প্যাটেল। ৬.৪ ওভারে ব্যক্তিগত ৩১ রানের মাথায় স্টিভেন আউট হয়ে যান। পরের বলেই ড্রেসিংরুমে ফিরে যান আন্দ্রিয়েস গুজ। তারপর অ্যারন জোনসের সঙ্গে আমেরিকার ইনিংসের হাল ধরেন ক্যাপ্টেন মোনাঙ্ক। তৃতীয় উইকেটে তাঁদের জুটিতে ৫৬ বলে ৬০ রান ওঠে।
১৬.১ ওভারে অ্যারনকে আ🤪উট করে সেই জুটি ভাঙেন মুস্তাফিজুর রহমান। তিনি ৩৪ বলে ৩৫ রান করেন। তখন আমেরিকার স্কোর ছিল তিন উইকেটে ১০৪ রান। তারপরই অবশ্য খেই হারিয়ে ফেলে আয়োজক দেশ। শেষপর্যন্ত নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেটে ১৪৪ রানেই আটকে যায়। ৩৮ বলে ৪২ রান করেন মোনাঙ্ক। বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট নেন শরিফুল ইসলাম, মুস্তাফিজুর এবং রিশাদ হোসেন।
জঘন্য কায়দায় রান তাড়া শুরু বাংলাদেশের
১৪৫ রান তাড়া করতে নেমে শুরুটা জঘন্য হয় বাংলাদেশের। ইনিংসꦗের চতুর্থ বলেই আউট হয়ে যান সৌম্য সরকার। তারপর অবশ্য তানজিদ হোসেন এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্তের মধ্যে একটা জুটি গড়ে ওঠে। যখন মনে হচ্ছিল যে সেই জুটি বাংলাদেশের ই💜নিংসকে আরও এগিয়ে নিয়ে যাবে, তখন আউট হয়ে যান তানজিদ। তিনি ১৯ রান করেন। তারপর তৌহিদ হৃদয়ের সঙ্গে জুটি বেঁধে খেলতে থাকেন শান্ত।
হৃদয় এবং শান্তের জুটিতে ৪৮ রান যোগ করার পরে চূড়ান্ত হাস্যকরভাবে রান-আউট হয়ে যান বাংলাদেশের ক্যাপ্টেন। হৃদয়ের প্যাডে একটা বল লাগার পরে তিনি অনিচ্ছাকৃতভাবে লাথি মেরে দেন। আর বলটা অফসাইডে চলে যায়। ততক্ষণে অর্ধেক ক্রিজ পার করে ফেলেন শান্ত। ৩৪ বলে ৩৬ রান করে রান-ꦜআউট হয়ে যান তিনি। তখন বাংলাদেশের স্কোর ছিল ১০.৩ ওভারে তিন উইকেটে ৭৮ রান।
৪ বলে ৩ উইকেট পড়ে যায় বাংলাদেশের
সেখান থেকেও বাংলাদেশের ম্যাচটা জেতা উচিত ছিল। হৃদয় এবং মাহমুদুল্লাহ আউট হয়ে গেলেও জাকের আলির সঙ্গে বাংলাদেশকে জয়ের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন শাকিব আল হাসান। কিন্তু চার বলের মধ্যে (১৬.৬ ওভার থেকে ১৭.৩ ওভারের মধ্যে) তিন উইকেট হারিয়ে খাদের কিনারায় চলে য🎉ায় বাংলাদেশ। যে ধসটা শুরু হয় ভারতের হয়ে দুটি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে খেলা হরমিত সিংয়ের দুর্দান্ত ক্যাচের সুবাদে। জাকের আউট হওয়ার পরই ড🐈্রেসিংরুমে ফিরে যান শাকিব এবং তানজিম হাসান শাকিব।
আরও পড়ুন: 𒅌ঠিক সময় সিদ্ধান্ত জানাবে ধোনি, আশা করি IPL 2025-এও ওকে পাব আমরা, আত্মবিশ্বাসী CSK CEO
শেষপর্যন্ত জয়ের জন্য শেষ ওভারে বাংলাদেশের দরকার ছিল ১২ রান। হাতে ছিল এক উইকেট। তৃতীয় বলে তৃতীয় রিশাদকে আউট করে আমেরিকার ঐতিহাসিক সিরিজ জিনিয়ে দেন আলি খান। ৩.৩ ওভারে ২৫ রান দিয়ে তিন উইকেট নিয়ে তিনিই ম্যাচের সেরা নির্বাচিত হয়েছেন। আর পꦡ্রথম ম্যাচে হারের পরে দ্বিতীয় ম্যাচেও হেরে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে আয়োজক দেশের বিরুদ্ধে সিরিজ হাতছাড়া করল বাংলাদেশ (আমেরিকা এবং ওয়েস্ট ইন্ডিজ যৌথভাবে বিশ্বকাপ আয়োজন করছে)।