আইপিএলের কোয়ালিফায়ার এবং ফাইনালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে অর্ধশতরান করেছিলেন বেঙ্কটেশ আইয়ার। তিনি দাঁড়িয়ে থেকেই প্রায় ম্যাচ জিতিয়েছিলেন। কলকাতা নাইট রাইডার্সের 🌱আইপিএল চ্যাম্পিয়ন হওয়ারဣ পর অবশ্য অনেক জল বয়ে গেছে। ইতিমধ্যেই রিটেনশনের তালিকা প্রকাশ্যে এসেছে। আর সেই তালিকায় জায়গা হয়নি বেঙ্কটেশ আইয়ারের।
আরও পড়ুন-মহম্মদ নবি-গজনফরদের দুর𒈔ন্ত পারফরমেন্স! শারজাহতে বাংলাদেশকে কচুকাটা করল আফগানরা…
অবশেষে ফর্মে ফিরলেন প্রাক্তন নাইট বেঙ্কটেশ আইয়ার-
পরপর ব্যর্থ হচ্ছিলেন ব্যাট হাতে, চাপ বাড়ছিস বেঙ্কটেশ আইয়ারের ওপর। গতবার আইপিএলের মেগা নিলামের আগে বেঙ্কটেশকে কেকেআর 𒉰দল রিটেন করলেও, এবারে তাঁকে ছেড়ে দেওয়া হয়। কারণ বোলিং তিনি সেরকমভাবে করেননি, আর ব্যাট হাতেও গ্রুপ স্টেজের ম্যাচগুলোয় তেমন ঝলক দেখাতে পারেননি এই ব্যাটার। যদিও ঠিক সময়ই জ্বলে উঠলেন।
৬০০ রানের গণ্ডি টপকে গেল মধ্যপ্রদেশ-
এবার রঞ্জি ট্রফির ম্যাচেই তিনি ব্যাট হাতে কামব্যাকের দুরন্ত গল্প রচনা করলেন। প্রথম দিনেই বিহারের বিরুদ্ধে করেছিলেন শতরান। মনে করা হয়েছিল, অনেকক্ষেত্রে দেখা যায় আগের দিন অপরাজিত থাকা ক্রিকেটাররাও পরের দিন সকালের ফার্স্ট সেশনের শুরুতেই আউট হয়ে যান। যদিও অধিনায়ক শুভমন শর্মাকে সঙ্গে নিয়েই দুরন্ত ইনিংস খেললেন মধ্যপ্রদেশের ব্যাটার বেঙ্কটেশ আইয়া⛦র। একটুর জন্য দ্বিশতরান মিস হল তাঁর।
আরও পড়ুন-ওপেন করতে নেমে সুপার💃 ফ্লপ KL রাহুল! ১১ রানেই পড়ল প্রথম ৪ উইকেট!🍬 চাপে ভারতীয় এ দল…
নিলামের আগেই রানে ফিরলেন বেঙ্কটেশ আইয়ার-
১৭৬ বলে ১৭৪ রানের ঝকঝকে ইনিংস খে💛ললেন কেকেআরের প্রাক্তনী। আর কয়েক দিন পরই বিদেশের মাটিতে বসবে আইপিএলের নিলাম। তাঁর ঠিক আগেই নিজের খারাপ ফর্ম কাটিয়ে উঠলেন তিনি। ওয়ান ডে কাপ, কাউন্টি ক্রিকেটেও তেমন রান পাচ্ছিলেন না। আইপিএলেও শেষ দুটো ম্যাচ বাদ দিলে তেমন ছন্দে দেখা যায়নি চেন্নাইয়ের এই অলরাউন্ডারকে। বিহারের বিরুদ্ধে ১৭৪ রানের ইনিংস সাজানো ছিল ১৭টি চার এবং চারটি ছয়ে।
কেকেআরের ছয় রিটেনশন-
প্রসঙ্গত কলকাতা নাইট রাইডার্স আগামী আইপিএলের জন্য মোট ছয় ক্রিকেটারকে রিটেন করে। তাঁ♑র মধ্যে দুই বিদেশি সুনীল নারিন এবং আন্দ্রে রাসেল রয়েছেন। এছাড়াও রয়েছেন দুই ক্যাপড ভারতীয় ক্রিকেটার রিঙ্কু সিং এবং বরুণ চক্রবর্তী। এছাড়াও অলরাউন্ডার রমনদীপ সিং এবং পেসার হর্ষিত রানাকে আনক্যাপড প্লেয়ার হিসেবে রিটেন করে শাহর🦋ুখ খানের দল।