দু'জনেই রাজ্যদল দিল্লির হয়ে ছোটবেলা থেকে ক্রিকেট খেলেছেন। জাতীয় দলে দীর্ঘদিন সতীর্থ ছিলেন বিরাট কোহলি ও ইশান্ত শর্মা। এখন আইপিএলে দুই তারকা যখন একে অপরের প্রতিদ্বন্দ্বী, তখন শুধু লড়াইয়ের গনগন🍷ে আগুন দেখা যাবে, এমনটা ভাবা🌟 ঠিক নয়। বরং বন্ধুত্বপূর্ণ ডুয়েল দেখতে পাওয়াই স্বাভাবিক। রবিবার চিন্নাস্বামীতে ঠিক সেটাই চোখে পড়ে।
রবিবার ইশান্ত ছিলেন দিল্লির বোলিং বিভাগের অন্যতম স্তম্ভ। বিরাট আরসিবির প্রধান ব্যাটার।🦩 চিন্নাস্বামীতে পিচের দুই প্রান্তে কোহলি-ইশান্তের মুখোমুখে লড়াই ছিল অত্যন্ত উপভোগ্য। টস হেরে আরসিবি শুরুতে ব্যাট করতে নামলে ইনিংসের গোড়াপত্তন করতে নামেন বিরাট। দিল্লি নতুন বলে আক্রমণ শুরু করে ইশান্তকে দিয়ে।
প্রথম ওভারে ইশান্তের শেষ বলে একটি ছক্কা হাঁকান কোহলি। ইনিংসের চতুর্থ ওভারে দ্বিতীয়বার বল করতে আসেন ইশান্ত। তাঁর প্রথম বল💛ে চার ও দ্বিতীয় বলে ছক্কা মারেন কোহলি। অর্থাৎ, ইশান্তের প♉রপর ৩টি বলে ৩টি বাউন্ডারি মারেন বিরাট। ইশান্তের সঙ্গে ব্যক্তিগত ডুয়েলে এগিয়ে থাকা কোহলি ইঙ্গিতে টিপ্পনিও ছুঁড়ে দেন ইশান্তের দিকে।
তবে ইশান্ত যে এভাবে পাল্টা দেবেন, সেটা বোধহয় অনুমান করতে পারেননি কোহলি। চতুর্থ ওভারের ইশান্তের তৃতীয় বলে কোনও রান করতে পারেননি বিরাট। কোহলিকে পরাস্ত করে ইশাಌন্ত এবার নয়ন্ত্রিত আগ্রাসন দেখান শরীরী ভাষায়। তার পরে একটি ওয়াইড বল করেন ইশান্ত। চতুরಌ্থ বলে ইশান্তের পাতা ফাঁদে পা দেন বিরাট।
ইশান্ত অফ-স্টাম্পের বাইরে লেনথ বল রাখেন। বল একটু বাইরের দিকে বাঁক নিচ্ছিল। কোহলি শরীর থেকে দূরে সজোরে ব্যাট চালান। বল ব্যাটের কানায় লেগে জমা পড়ে উইকেটকিপার অভিষেক পোড়েলের দস্তানায়। কোহলিকে ব্য♛ক্তিগত ২৭ রানের মাথায় আউট হয়ে সাজঘরে ফিরতে হয়। বিরাটকে ফেরানোর পরে ইশান্তের সেলিব্রেশন ছিল দেখার মতো। তিনি দৌড়ে চলে আসেন কোহলির সামনে। ঝুঁকে পড়ে কাঁধ দিয়ে ঠেলা দেন বিরাটকে। কোহলি আউট হয়েও মুখ গোমড়া করেননি। বরং হেসে ফেলেন ইশান্তের কাণ্ড দ🐽েখে।