বর্তমানে সোশাল নেটওয়ার্কিং সাইটই এখন সমস্ত খবরাখবর দেওয়ার বা আপডেট শেয়ার করার জায়গা হয়ে দাঁড়িয়েছে। শুধু ক্রিকেটারদের কাছেই নয়, কোনও জরুরি ঘোষণা কোনও রাজনৈতিক দলের তরফে বা নেতার তরফে করা হোক, কিংবা বলিউড-হলিউড অভিনেতাদের কাছে, সোশাল নেটওয়ার্কই এখন সব থেকে সহজ মাধ্যম মানুষের কাছে পৌঁছে যাওয়ার। সাম্প্রতিক সময় এক নয়, একাধিক ক্রিকেটারকেই দেখা গেছে এই প্ল্যাটফর্মেই নিজের অবসর ঘোষণা করতে। ইনস্টাগ্রামে স্ট্যাটাস দিয়ে কদিন আগেই অবসর ঘোষণা করলেন রোহিত শর্মা। এর পাঁচদিনের মাথায় ইনস্টাগ্রামে পোস্ট করে ক্রিকেট থেকে অবসরের কথা জানান ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক বিরাট কোহলিও। এবার ভারতীয় তারকা ক্রিকেটারদের করা অবসরের পোস্টে সবাইকে ছাপিয়ে গেলেন কিং কোহলিই।
একসঙ্গে অবসর নেন কোহলি-রোহিত
গত বছর জুন মাসে রোহিত শর্মা এবং বিরাট কোহলি আইসিসি টি২০ বিশ্বকাপ জেতার পরই এই ফরম্যাট থেকে অবসর ঘোষণা করেছিলেন। যেহেতু তাঁরা ম্যাচ জিতেই ট্রফি হাতে পেয়ে অবসর ঘোষণা করেছিলেন, তাই আলাদা করে তাঁদের আর সোশাল মিডিয়ায় পোস্ট করতে হয়নি। কিন্তু এবার তাঁরা টেস্টে অবসর ঘোষণা করেন সোশাল নেটওয়ার্কিং সাইট ইনস্টাগ্রামে।
বিরাট কোহলি সবার ওপরে
বিরাট কোহলির টেস্ট কেরিয়ারে ইতি টানার পোস্ট ইতিমধ্যেই ১৭.৭ মিলিয়ন লাইক পেয়েছে। অর্থাৎ দেড় কোটির বেশি মানুষ বিরাটকে ভালোবাসা দিয়েছেন তাঁর এই অবসরের সিদ্ধান্তে সোশাল মিডিয়ায়। বর্ডার গাভাসকর ট্রফির প্রথম টেস্টে নিজের শতরানের ছবি পোস্ট করেই বিরাট এই ফরম্যাট থেকে আলবিদা জানিয়েছিলেন। তিনিই রয়েছেন ভারতীয় ক্রিকেটারদের মধ্যে সব থেকে জনপ্রিয় অবসরের পোস্টের নিরিখে সবার ওপরে। অর্থাৎ তাঁর রিটায়ারমেন্ট পোস্টই সব থেকে বেশি লাইক পেয়েছে।