চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডস ২০২৪-এর লিগ পর্বের খেলা শেষ। রাউন্ড রবিন লিগের শেষে চারটি দল কিংবদন্তিদের বিশ্বচ্যাম্পিয়নশিপের সেমিফাইনালের টিকিট নিশ্চিত করেছে। টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে ২টি দল। নক-আউটের লড়াই শুরু হওয়ার আগে দেখে নেওয়া যাক ৬টি দল লিগ পর্বে কেমন পারফর্ম্যান্স উপহার দেয়। জেনে নেওয়া যাক সেমিফাইনাল ও ফা𒊎ইনালের সূচি।💃
কারা সেমিফাইনালে ওঠে আর ছিটকে যায় কারা
চলতি ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অফ লেজেন্ডসের লিগ পর্বের শেষে পয়েন্ট তালিকার এক নম্♛বরে থেকে সেমিফাইনালে ওঠে অস্ট্রেলিয়া। দ্বিতীয় স্থানে থেকে শেষ চারের টিকিট হাতে পায় পাকিস্তান। ওয়েস্ট ইন্ডিজ তিন নম্বর দল হিসেবে সেমিফাইনালের যোগ্যতা অর্জন করে। চার নম্বরে থেকে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। লিগ টেবিলের পাঁচ ও ছয় নম্বরে থেকে টুর্নামেন্ট থেকে ছিটকে যায় যথাক্রমে দক্ষিণ আফ্রিকা ও ইংল্যান্ড।
ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ এফ লেজেন্ডস ২০২৪-এর সেমিফাইনাল ও ফাইনালের সূচি
প্রথম সেমিফাইনাল:- পাকিস্তান বনাম ওয়েস🌠্ট ইন্ডিজ (১২ জুলাই, নর্দাম্পটন, বিকাল ৫টা)।
দ্বি🧔তীয় সেমিফাইনাল:- ভারত বনাম অস্ট্রেলিয়া (১২ জুলাই, নর্দাম্পটন, রাত ৯টা)।
ফাইনাল:- ⭕প্রথম সেমিফাইনালের জয়ী দল বনাম দ্বিতীয় সেমিফাইনালের জয়ী দল (১৩ জুলাই, বার্মিংহ্যাম, রাত ৯টা)।
সুতরাং, ভ🐻ারত ও পাকিস্তান যদি নিজেদের সেমিফাইনাল ম্যাচ জিততে পারে, তবে ১৩ জুলাই বার্মিংহ্যামে দেখা যাবে ভারত-পাক খেতাবি লড়াই।
লিগ পর্বে অস্ট্রেলিয়ার পারফর্ম্যান্স:-
১. প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৫ উইকেটে হেরে যায়।২. দ্বিতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১০৪ রানে হারিয়ে দেয়।৩. তৃতীয় ম্যাচে ইংল্যান্ডকে ৬ উইকেটে পরাজিত করে।৪. চতুর্থ ম্যাচে ভারতকে ২৩ রানে হারিয়ে দেয়।৫. পঞ্চম 🥀ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিরুদꦯ্ধে ৫৫ রানে জয় তুলে নেয়।
লিগ পর্বে পাকিস্তানের পারফর্ম্যান্স:-
১. প্রথম ম্যাচে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে দেয়।২. দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ২৯ রানে হারিয়ে দেয়।৩. তৃতীয় ম্যাচে ভারতকে ৬৮ রানে পরাজিত করে।৪. চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৭৯ রানে হারিয়ে দেয়।৫. পౠঞ্চম ম্যাচে দক্ষিণ আফ্রিকার কাছে ৯ উইকেটে হের♋ে যায়।
লিগ পর্বে ওয়েস্ট ইন্ডিজের পারফর্ম্যান্স:-
১. প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ২৯ রানে হেরে যায়।২. দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ডি-এল মেথডে ২৭ রানে হেরে যায়।৩. তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ৬ উইকেটে পরাজিত করে।৪. চতুর্থ ম্যাচে ইংল্যান্ডকে ৫ উইকেটে হারিয়ে দেয়।৫. পঞ্চম ম্যাচে অস✅্ট্রেলিয়ার কাছ𒉰ে ৫৫ রানে হেরে যায়।
লিগ পর্বে ভারতের পারফর্ম্যান্স:-
১. প্রথম ম্যাচে ইংল্যান্ডকে ৩ উইকেটে হারিয়ে দেয়।২. দ্বিতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ডি-এল মেথডে ২৭ রানে হারায়।৩. তৃতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৬৮ রানে পরাজিত হয়।৪. চতুর্থ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ২৩ রানে হেরে যায়।৫. পঞ্চম ম্যাচে দক্ষিণ🌌🍃 আফ্রিকার কাছে ৫৪ রানে হার মানে।
লিগ পর্বে দক্ষিণ আফ্রিকার পারফর্ম্যান্স:-
১. প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে ৯ উইকেটে হেরে যায়।২. দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ১০৪ রানে হার মানে।৩. তৃতীয় ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে ৬ উইকেটে পরাজিত হয়।৪. চতুর্থ ম্যাচে পাকিস্তানকে ৯ উইকেটে হারিয়ে দেয়।৫. পঞ্চম ম্যাচে ভারতকে ৫৪ রানে পরাজিত করে।