শুক্রবার ২৯ নভেম্বর থেকে শুরু হল অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপ। চলবে আগামী ৮ ডিসেম্বর পর্যন্ত। মোট ৮টি দল অংশ নিয়েছে প্রতিযোগিতায়। তাদেরকে বিভক্ত করা হয়েছে দু'টি গ্রুপে। ভারত রয়েছে গ্রুপ এ-তে। সঙ্গে রয়েছে পাকিস্তান, জাপান এবং আয়োজক দেশ সংযুক্ত আরব আমিরশাহি। অন্যদিকে গ্রুপ বি-তে রয়েছে আফগানিস্তান, নেপাল, শ্রীলঙ্কা এবং ডিফেন্ডি𒊎ং চ্যাম্পিয়ন বাংলাদেশ। গতবারের ফাꦆইনালে সংযুক্ত আরব আমিরশাহিকে পরাজিত করেছিল টাইগাররা। ২০২৩-এ সেমিফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল ভারতকে। প্রতিটি দল গ্রুপ পর্বে মোট ৩টি করে ৫০ ওভারের ম্যাচ খেলবে। প্রতি গ্রুপের শীর্ষে থাকা দু'টি দল পৌঁছে যাবে সেমিফাইনালে।
কবে, কখন খেলতে নামবে ভারত?
ভারতের গ্রুপ পর্বের প্রথম ম্যাচ রয়েছে ৩০ নভেম্বর, মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের। দ্বিতীয় ম্যাচ রয়েছে ২ ডিসেম্বর, মুখোমুখি হবে জাপানের। এরপর টিম ইন্ডিয়ার গ্রুপের শেষ ম্যাচটি রয়েছে ৪ ডিসেম্বর। প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরশাহি। সবকটি ম্যাচই শুরু হবে ভারতীয় সময় সকাল ১০:৩০ মিনিট থেকে। এরপর সেমিফাইনাল ম্যাচ খে♋লা হবে ৬ ডিসেম্বর। দু'টি খেলাই শুরু হবে ভারতীয় সময় সকাল ১০:৩০ মিনিটে। ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ ডিসেম্বর।
কোথায় দেখা যাবে খেলা?
অনূর্ধ্ব ১৯ এশিয়া কাপের সব ম্যাচগুলি লাইভ দেখতে পারবেন সোনি লিভ অ্যাপে। এছাড়াও টিভিতেও দেখা যাবে খেলাগুলি। সোনি স্পোর্টস নেটওয়ার্কের সোনি স্পোর্টস টেন ৫-এর এসডি এবং এইচডি , সোনি স্পোর্টস টেন ৩-এর এসডি এবং 🎀এইচডি চ্যানেলে খেলাগুলি দেখতে পারবেন আপনি।
ভারতীয় অনূর্ধ্ব ১৯ দল:
আয়ুষ মাহাত্ৰে, বৈভব সূর্যবংশী, আন্দ্রে সিদ্ধার্থ, মহম্মদ আমান (অধিনায়ক), কিরন ছোরমালে (সহ অধিনায়ক), প্রণব পন্থ, হরবংশ সিং, অনুরাগ কাউড়ে, ಞহার্দিক 💫রাজ, মহম্মদ এনান, কেপি কার্তিকেয়, সামর্থ নাগরাজ, যুধাজিৎ গুহ, চেতন শর্মা, নিখিল কুমার।
নজর থাকবে যাদের উপর:
অবশ্যই এই মুহূর্তে সবচেয়ে বেশি চর্চায় রয়েছে যেই নাম, তা হল বৈভব সূর্যবংশী। মাত্র ১৩ বছর বয়সে IPL অকশ𝐆নে কোটি টাকা দাম হাঁকিয়ে শিরোনামে বিহারের এই ব্যাটসম্যান। তাকে ১.১০ কোটি টাকার বিনিময় দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। স্বভাবতই দেশের জার্সি গায়ে সে কী করবে তা দেখার অপেক্ষায় থাকবে সকলে।
এছাড়াও নজর থাকবে বাংলার যুধাজিৎ গুহ’র উপর। অনূর্ধ্ব ১৯ অস্ট্রেলিয়া দলের বিরুদ্ধে বল হাতে দুরন্ত পারফরম্যান্স করেছিলেন তিনি। বাংলার হয়েও ঘরোয়া ক্রিকেটেও নজর কেড়েছেন তিনি। দেশের জার্সি গায়ে তিনি কেমন খেলেন সেদিকেও নজর রাখ🦋তে হবে।