পরপর দুই ম্যাচে হারের পর অবশেষে শ্রীলঙ্কার বিরুদ্ধে💫 জয়ের মুখ দেখতে পেয়েছে অস্ট্রেলিয়া দল। পরপর দুই ম্যাচে হারার ফলে একাধিক প্রশ্নের মুখে পড়ে যায় তারা। প্রাক্তন ক্রিকেটাররা অধিনায়ক প্যাট কামিন্সের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন তুলতে থাকেন। শুধু বিশ্বকাপেই নয়, এর আগে ভারতীয় দলের বিরুদ্ধে তিন ম্যাচের ওডিআই সিরিজ খেলে তারা। সেখানেও হারতে হয়েছে। এই পরিস্থিতিতে কামিন্সের অধিনায়কক্ত অনেไকেই পছন্দ করছে না।
এমনকী এও শোনা গিয়েছে, শ্রীলঙ্কার বিরুদ্ধে নাকি প্যাট কামিন্সকে দলেই রাখতে চায়নি টিম ম্যানেজমেন্ট। এমনটাই চাঞ্চল্য দাবি করেছেন প্রাক্তন অজি তারকা মাইকেল ক্লার্ক। স্কাই স্পোর্টসের রেডিওতে একটি অনুষ্ঠানে এমনই বক্তব্য রাখেন তিনি। প্রাক্তন অজি অধিনায়ক বলেন, 'গত রাতে আমি শুনেছি, শ্রীলঙ্কার বিরুদ্ধে ম্যাচের জন্য প্যাট কꦜামিন্সকে দলে রাখা হচ্ছে না।'
টিম ম্যানেজমেন্টের এমন সিদ্ধান্তকে মোটেই সꦓায় নেই প্রাক্তন অজি অধিনায়কের। সেই সাক্ষাৎকারে ক্লার্ক বলেন, 'যদি প্যাট কামিন্সকে বসিয়ে অন্য কাউকে দলে নেওয়া হত, বা অন্য কেউ অধিনায়কত্ব করত, তাহলে এর থেকে খারাপ হয়তো আর কিছু হত না। ভুল সিদ্ধান্ত নেওয়া হয়ে যেত। আমার মনে হয় কামিন্স বেশ চাপে রয়েছে। ওকে দল থেকে চাপ দেওয়া হচ্ছে।'
শ্রীলঙ্কাকে হারানোর 🧸পর অর্থাৎ এবারের বিশ্বকাপে প্রথম ম্যাচে জয়ের পর কিছুটা হলেও আত্মবিশ্বাসের সুর অ্যাডাম জাম্পার গলায়। শ্রীলঙ্কার বিরুদ্ধে ৮ ওভার বল করে ৪৭ রান দিয়ে ৪ উইকেট নেন জাম্পা। ম্যাচের সেরাও হয়েছ🐼েন তিনি। ম্যাচ শেষে ক্লার্কের করা মন্তব্য নিয়ে মুখ খোলেন অজি ক্রিকেটার। তিনি বলেন, ‘আমরা সবাই এই দলে একে অপরকে একশো শতাংশ সমর্থন করি। তাই আমি সত্যিই জানি না কী বলা হয়েছে বা লোকেরা কী বলেছে। তবে আমি যা দেখেছি তা হোয়াটসঅ্যাপ গ্রুপে শেষ খেলার মতো একই একাদশ ছিল। আর হ্যাঁ, এখানে প্যাটের উপর কোনও চাপ নেই। আমি যেমন বলেছি, আমরা একে অপরকে সমর্থন করার ক্ষেত্রে, একে অপরের যত্ন নেওয়ার ক্ষেত্রে গ্রুপে সত্যিই ভাল অনুভূতি পেয়েছি।’
অজি স্পিনার আরও বলেন, 'আমি জানি না কে এই কথা বলেছে। আমাদের দলে এমন কোনও কিছুই ঘটেনি। দলের পরিবেশ ভালো রয়েছে। এটা ঠিক আমরা পরপর দুটি ম্যাচ হেরেছি। সব💫াই বেশ চাপে ছিলাম। তবে এই ধারাবাহিকতা ধরে রাখাতে হবে আমাদের।'