খেলা শেষ হতে না হতে সোজা হাসপাতালে ছুটলেন শাকিব আল হাসান। ক💙েন উইলিয়ামসনকে ডাক্তারদের কাছে যেতে হবে শনিবার। শুক্রবার চেন্নাইয়ে বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড ম্যাচে চোট পেয়ে বসেন দু'দলের ক্যাপ্টেন।
চিপকে ব্যাট করার সময় শাকিব আল হাসানকে অস্বস্তিতে দেখায়। তাঁর পেশিতে টান ধরে। মাঠেই প্রাথমিক শুশ্রুষা নেওয়ার পরে ব্যাটিং চালিয়ে যান তিনি। পরে বল হাতে নিজের ১০ ওভারের কোটাও পূর্ণ করেন। তবে ম্যাচের শেষে পরাজিত দলের ক্যাপ্টেনের বদলে যখন সঞ্চালকের সঙ্গে কথা বᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚলতে আসেন নাজমুল হোসে শান্ত, তখ꧂নই আশঙ্কা করা হয় যে, শাকিব হয়ত সমস্যায় রয়েছেন।
শান্তই জা🍎নান যে, শাকিবকে চোটের জায়গায় স্ক্যানের জন্য নিয়ে যাওয়া হয়েছে। স্ক্যান রিপোর্ট না পেলে শাকিব ঠিক আছেন কিনা, বলা সম্ভব নয়।
অন্যদিকে, চেন্নাইয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাট করার সময় আঙুলে চোট পান কেন উইলিয়ামসন। ৩৭.১ ওভারে ফিল্ডারের ছোঁড়া বল সরাসরি গিয়ে লাগে উইলিয়ামসনের বাঁ-হ🍨াতে। তিনি বুড়ো আঙুলে চোট পান। ফিজিও মাঠে এসে প্রাথমিক শুশ্রুষা✃ করেন। ব্যাটিং চালিয়ে যাওয়ার চেষ্টাও করেন কিউয়ি দলনায়ক। তবে ষন্ত্রণা নিয়ে ব্যাটিং চালিয়ে যেতে পারেননি তিনি। ৩৮.২ ওভারের পরে চোট নিয়ে মাঠ ছাড়েন উইলিয়ামসন।
ম্যাচের শেষে পুরস্কার বিত🌊রণী অনুষ্ঠানে উইলিয়ামসন জানান যে, আঙুল ফুলে গিয়েছে এবং লাল হয়ে গিয়েছে। তিনি চোটের জায়গায় স্ক্যান করাবেন বলেও জানান। নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ডের তরফেও সোশ্যাল মিডিয়ায় জানান📖ো হয় যে, শনিবার কেন উইলিয়ামসনের বাঁ-হাতের বুড়ো আঙুলে এক্স-রে করানো হবে।
উল্লেখ্য, শুক্রবার চিপকে বাংলাদেশকে ৮ উইকেটে পরাজিত করে চলতি বিশ্বকাপে জয়ের হ্যাটট্রিক করে নিউজিল্যান্ড। টস হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদে๊শ। তরা নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটের বিনিময়ে ২৪৫ রান সংগ্রহ করে। মুশফিকুর রহিম ৬৬, শাকিব আল হাসান ৪০, মেহেদি হাসান মিরাজ ৩০ ও মাহমুদুল্লাহ অপরাজিত ৪১ রান করেন। ৩টি উইকেট নেন লকি ফার্গুসন। ২টি করে উইকেট দখল করেন ট্রেন্ট বোল্ট ও ম্যাট হেনরি।
পালটা ব্যাট করতে নেমে নিউজিল্যান্ড ৪২.৫ ওভারে🐽 ২ উইকেটের বিনিময়ে ২৪৮ রান তুলে ম্যাচ জিতে যায়। ৭৮ রান করে 🌸অবসৃত হন কেন উইলিয়ামসন। এছাড়া ডেভন কনওয়ে ৪৫ ও ডারিল মিচেল অপরাজিত ৮৯ রান করেন।