‘টাইমড আউট’এর ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের ঝড় বয়ে চলেছে বিশ্বকাপ জুড়ে। শ্রীলঙ্🍬কার অ্যাঞ্জেলো ম্যাথিউজকে টাইম-আউট করে এখন গোটা ক্রিকেট বিশ্বের সমালোচনার শিকার শাকিব আল হাসান। আউটটি আইনসিদ্ধ হলেও, এর আগে কখনও কোনও ব্যাটসম্যানকে টাইমড আউট হয়ে মাঠ ছাড়তে হয়নি। যে কারণে ꦉএই নিয়ে জোর বিতর্ক চলছে। তবে শাকিবের দাবি, তিনি কোনও ভুল করেননি।
এই সব কেন্দ্র করে নানা বিতর্ক-আলোচনা-সমালোচনার মাঝেই বড় ধাক্কা খেলেন শাকিব নিজেই। বাঁ-হাতের আঙুলের চোট পেয়ে বিশ্বকাপ থেকেই ছিটকে গেলেন বাংলাদেশের অধিনায়ক। যদিও বিশ্বকাপে বাংলাদেশের আর একটি ম্যাচই বাকি। আর সেটা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তবে সেই ম্যাচের উপর কিন্তু সেমিফাইনালের অঙ্ক নির্ভর করবে। যদিও বাংলাদেশের সেমিতে যাওয়ার কোনও সুযোগ 🌳নেই, তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবদের ভাগ্য এই ম্যাচের উপরই নির্ভর করবে। আর সেই গুরুত্বপূর্ণ ম্যাচেই শাকিব আল হাসানকে পাবে না বাংলাদেশ। এই চোটের কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে শেষ ম্যাচে খেলতে পারবেন না তিনি। বাঁ-হাতে তর্জনীতে চোট লেগেছে শাকিবের।
আরও পড়ুন: যা ঘটল, তা মোটেও ভালো বিজ্𝄹ঞাপন নয়- ম্যাথিউজের টাইম-আউট নিয়ে♈ গর্জে উঠল ক্রিকেট মহল
শ্রীলঙ্কার বিপক্ষে বহু আলোচিত ম্যাচে দলকে জেতাতে শাকিব ৬৫ বলে ৮২ রানের দুরন্ত একটি ইনিংস খেলেছিলেন। সেই ইনিংসটি খেলার সময়ে⛄ই তর্জনীতে চোটে পান শাকিব। ম্যাচের পর এক্স–রে করা হয়ে শাকিবের চোট পাওয়া আঙুলে। জানা গিয়েছে, তাঁর আঙুলে চিড় ধরেছে। যে কারণে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১১ নভেম্বর ম্যাচ থেকে ছিটকে গিয়েছেন বাংলাদেশের অধিনায়ক।
আরও পড়ুন: অষ্টম বারের চেষ্টায় ICC-র কোনജও টুর্নামেন্টে লঙ্কাকে হারাল বাংলাদেশ, নজির গড়লেﷺন শাকিবরা
বাংলাদেশ টিমের ফিজিয়ো আয়জেদুল ইসলাম খানই মঙ্গলবার শাকিবের চোটের কথা জানিয়েছেন। দলের ফিজিয়োর তরফে জানানো হয়েছে, ‘শাকিব তাঁর ইনিংসের শুরুতেই বাঁ-হাতের তর্জনীতে চোট পেয়েছিলেন। কিন্তু টেপ লাগিয়ে এবং ব্যথানাশক ওষুধ খেয়ে ব্যাটিং চালিয়ে গিয়েছিলেন শাকিব। খেলা শেষ হওয়ার পরে জরুরি ভিত্তিতে দিল্লিতে একটি এক্স-রে করা হয়েছিল। আর তাতে বাঁ-দিকের পিআইপি জয়েন্𒁏টে ফ্র্যাকচার ধরা পড়েছে। সুস্থ হতে তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে বলে অনু꧙মান করা হচ্ছে। তিনি তাঁর পুনর্বাসন শুরু করতে আজই বাংলাদেশ ফিরে যাবেন।’
পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন (এমসিএ) স্টেডিয়ামে ১১ নভেম্বর শনিবার অজিদের বিপক্ষে ম্যাচের জন্য শাকিবের বদলি হিসাবে টাইগাররা নাসুম আহমেদ বা মেহেদি হাসানকে উড়িয়ে আনতে পারে। শাকিবের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে দলকে নেতৃত্ব♒ দিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ম্যাচেও শান্তই বাংলাদেশকে নেতৃত্ব দেবেন বলে জানা গিয়েছে। দুই বছর পর অনুষ্ঠিত হতে চলা চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের জায়গা নিশ্চিত করতে শেষ ম্যাচে জিততে꧟ হবে বাংলাদেশকে।