শুভব্রত মুখার্জি: ২০২৩ ওডিআই বিশ্বকাপের গ্রুপ পর্বের খেলা শেষ হয়ে গেল ১২ নভেম্বর অর্থাৎ রবিবারেই। চলতি বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের শেষ ম্যাচ তথা ভারতের গ্রুপ পর্বের শেষ ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হয়েছিল তারা। বেঙ্গালুরুতে এই ম্যাচে ভারত ১৬০ রানের বিশাল ব্যবধানে উড়িয়ে দিয়ে𒉰ছে নেদারল্যান্ডস দলকে। ভারতের হয়ে ম্যাচে জোড়া শতরান করেছেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। পাশাপাশি রবীন্দ্র জাদেজা ম্যাচে বল হাতে ভারতের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। আর তার সঙ্গে সঙ্গেই ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতীয় স্পিনার হিসেবে নয়া ইতিহাস রচনা করেছেন ভক্তদের আদরের জ💝াড্ডু।
ওডিআই বিশ্বকাপের ইতিহাসে ভারতের হয়ে এদিন নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে নয়া ইতিহাস রচনা করেছেন জাদেজা। টপকে গিয়েছেন অনিল কুম্বলে এবং যুবরাজ সিংকে। ওডিআই বিশ্বকাপের ইতিহা✤সে ভারতীয় স্পিনার হিসেবে সর্বাধিক উইকেট নেওয়ার নজ𒆙ির গড়েছেন জাদেজা। প্রসঙ্গত এর আগে ১৯৯৬ বিশ্বকাপে অনিল কুম্বলে এবং ২০১১ বিশ্বকাপে যুবরাজ সিং ১৫ টি করে উইকেট পেয়েছিলেন। রবীন্দ্র জাদেজা এদিন দু'টি উইকেট নিয়ে টপকে গিয়েছেন দু'জনকেই। এই মুহূর্তে জাদেজার ঝুলিতে রয়েছে ১৬টি উইকেট। উল্লেখ্য, ১৯৯৬ বিশ্বকাপে ভারত সেমিফাইনালে উঠেও হেরে গিয়েছিল। অন্যদিকে ২০১১ বিশ্বকাপে ভারত ফাইনালে শ্রীলঙ্কাকে হারিয়ে দ্বিতীয় বারের মতন শিরোপা জিতেছিল। সেই বিশ্বকাপের টু্র্নামেন্ট সেরা হয়েছিলেন যুবরাজ সিং।