শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে ভারত তাদের নবম তথা শেষ গ্রুপ ম্যাচে রবিবার মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডসের। এই ম্যাচ ভারতের কাছে কার্যত গুরুত্বহীন ছিল। কারণ ভারত অনেক আগেই পৌ🐓ঁছে গিয়েছিল সেমিফাইনালে। তবে ম্যাচটি নেদারল্যান্ডসের কাছে ছিল গুরুত্বপূর্ণ। তার কারণ এই ম্যাচ জিতলে ২০২৫ সালের চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করত তারা। একে প্রতিপক্ষ ভারত, তার উপরে বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের ২২ গজ। দুই মিলিয়ে বেশ চাপে ছিল ডাচ বোলাররা। আর সেই সুযোগটাই কাজে লাগিয়েছেন ভারতীয় ব্যাটাররা। এই ম্যাচেই এক নয়া নজির গড়েছে ভারতীয় দল। জুটিতে এই রেকর্💮ড গড়েছেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল।
ওডিআই বিশ্বকাপের ৪৮ বছরের ইতিহাসে চতুর্থ উইকেট জুটিতে নয়া নজির গড়েছেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। এদিন বেঙ্গালুরুতে নেদারল্যান্ডসের বিরুদ্ধে ম্যাচে এই নজির গড়েছেন তাঁরা। ওডিআই বিশ্বকাপে চতুর্থ উইকেট জুটিতে সর্বোচ্চ রানের পার্টনারশিপ গড়ার নজির গড়েছেন শ্রেয়স আইয়ার এবং কেএল রাহুল। তারা ভেঙে দিয়েছেন মাইকেল ক্লার্ক এবং ব্র্যাড হজের গড়া নজির। ২০০৭ সালের ওꦜডিআই বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে মাইকেল ক্লার্ক এবং ব্র্যাড হজ জুটি চতুর্থ উইকেটে যোগ করেছিলেন ২০৪ রান। আর এদিন বেঙ্গালুরুতে চতুর্থ উইকেটে কাকাতলীয় ভা൲বে সেই নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স এবং রাহুল চতুর্থ উইকেটে যোগ করলেন ২০৮ রান।