বিশ্বকাপে প্রথম বার শতরান করলেন শ্রেয়স আইয়াꦕর। রবিবার (১২ নভেম্বর) বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে ভারত-নেদারল্যান্ডস ম্যাচে ঝোড়ো সেঞ্চুরি হাঁকান শ্রেয়স। তিনি ৮৪ বলে তার সেঞ্চুরি পূরণ করেন। এর পর তিনি ৯৪ বলে ১২৮ রান করে অপরাজিত থাকেন। তাঁর ইনিংস সাজানো ছিল ১০টি চার এবং পাঁচটি ছক্কায়। ডাচেদের বিরুদ্ধে ম্যাচে ভারত ৪১০ করে রানের পাহাড় গড়ে, এবং তাদের ১৬০ রানে হারিয়ে দেয়। আর এই ম্যাচে শ্রেয়স সেরা প্লেয়ারের পুরস্কার পান।
স্বাভাবিক ভাবেই উচ্ছ্বসিত ছিলেন তরুণ তারকা। শ্রেয়স ম্যাচের পর বলেন, ‘আমার একটা দেজা ভু (যখন জীবনে প্রথম বার ঘটা কোনও ঘটনার অনুভূতিতে মিশে থাকে অতীতে পেয়ে যাওয়ার স্বাদ) হচ্ছিল। অস্ট্রেলিয়ার বিপক্ষেও এমনটা হয়েছিল, এবং আমি আমার উইকেট ꩲছুড়ে দিয়ে এসেছিলাম। তবে এবার আমি অপরাজিত থাকতেই চেয়েছিলাম। আমি ক্র্যাম্পের জন্য ওষুধ খেয়েছিলাম। আজ সেঞ্চুরি হওয়ায় আমি খুব খুশি।’
আরও পড়ুন: কুক থেকে এডওয়ার্ডস- ODI-এ কোহলির ৫ উইকেট হয়ে গেল, 🥃দেখে নিন বিরাট শিকারের তালিকা
ডানহাতি ব্যাটার শ্রেয়স আইয়ার ম্যাচ-পরবর্তী উপস্থাপনা অনুষ্ঠানে আরও বলেছেন, ‘বিগত কয়েক🀅 দিন ব্য়াট হাতে রান পেয়েছি। সেটাই কাজে লাগল এবার। উইকেটে দ্বিমুখী গতি ছিল। যার ফলে খেলতে হয়েছে সুকৌশলে। শুরুতেই♏ আমি রান করতে চেয়েছিলাম।’
আইয়ার শটের প্রযুক্তিগত দিক এবং নেটে অনুশীলন কী ভাবে তাঁকে সাহায্য করেছিল, সেই সম্পর্কে বলেছেন, ☂‘আমি এই রকমের শট নিয়ে অনেক কাজ করেছি, বিশেষ করে নেটে। আমি মাথা নীচু করে সোজা বল মারার চেষ্টা করেছিলাম।’
রবিবার নেদারল্যান্ডসের বিরুদ্ধে শ্রেয়স যখন ব্যাট করতে নামেন, ভারতের তখন স্কোর ১২৯/২। বিরাটের সঙ্গে ৭১ রানের জুটি গড়েন তিনি। বিরাট আউট হতে তাঁকে সঙ্গ দেন লোকেশ রাহুল। শ্রেয়স ছাড়াও ডাচেদের বিপক্ষে সেঞ্চুরি করেন কেএল রাহুল। 𝔉তিনি ৬৪ বলে ১০২ রান করেন। এছাড়া শুভমন গিল (৫১), রোহিত শর্মা (৬১), বিরাট কোহলিরা (৫১) হাফসেঞ্চুরি হাঁকান। ভারত ৪ উইকেট হারিয়ে ৪১০ রান করেন। এর পর নেদারল্যান্ডসকে ২৫০ রানে অলআউট করে দেয় টিম ইন্ডিয়া। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন। ১টি করে উইকেট নিয়েছেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা।
সেমিফাইনালের আগে দেওয়ালির দিন বেঙ্গালুরুতে আসলে পুরো সাত ঘণ্টার অনুশীলন ম্যাচ খেলে ফেললেন ভারতীয় দল। প্রথমে ব্যাটিং অনুশীলন সারলেন রোহিত-কোহলিরা। তার পরে সারলেন বোলিং অনুশীলন। নিয়মিত পাঁচ বোলার বুমরাহ, সিরাজ, শামি, কুলদীপ, জাদেজা ছাড়াও, রোহিত, কোহলি, সূর্য এবং শুভমনও হাত ঘোরালেন। সেই সঙ্গে নেদ♛ারল্যান্ডসকে ১৬০ রানে হারিয়ে লিগ পর্বে ন’টি ম্যাচের ন’টিতেই জিতল ভারত। অপরাজিত থেকেই তারা সেমিফাইনালে খেলতে নামবে।