শুভব্রত মুখার্জি: চলতি ওডিআই বিশ্বকাপে রবিবার ভারত তাদের শেষ ম্যাচে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস দলের বিরুদ্ধে। রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারতীয় দল গ্রুপ পর্বে তাদের নবম ম্যাচটি খেলেছে বেঙ্গালুরুর চিন༺্নাস্বামী স্টেডিয়ামে। একপেশে ম্যাচে ডাচদের বিরাট ব্যবধানে হারিয়েছে ভারতীয় দল। ১৬০ রানে ভারতীয় দলের কাছে হেরেছে নেদারল্যান্ডস। ম্যাচ শেষে মাঠেই এক আবেগঘন মুহূর্তের সাক্ষী থাকল ক্রিকেট সমর্থকেরা। বিরাট কোহলি এবং রলেফ ভ্যান ডার মারউইকে ঘিরেই তৈরি হল এই মুহূর্ত।
আরও পড়ুন: দ্বিতীয় ইনিংসে ব্যাট করত🅠ে হলে কী হবে, নিউজিল্যান্ডকে কী অঙ্কে হারাবেন রোಞহিতরা?
একটা সময়ে দক্ষিণ আফ্রিকার হয়ে খেলা বাঁ-হাতি স্পিন বোলিং অলরাউন্ডার রলেফ ভ্যান ডার মারউই এই মুহূর্তে খেলেন নেদারল্যান্ডস দলের হয়ে। টিম ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ শেষে প্রাক্তন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলির থেকে জার্সি উপহার হিসꦑাবে পান রলেফ ভ্যান ডার মারউই। সেই সময়েই তৈরি হয় সুন্দর একটা মুহূর্ত।
একটা সময়ে কোহলির অধিনায়কত্বে🐻 আইপিএলের ফ্র্যাঞ্চাইজি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলতেন রলেফ ভ্যান ডার মারউই। ফলে প্রাক্তন সতীর্থকে ম্যাচ শেষে পেয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন বিরাটও। ঘটনাচক্রে ভারতীয় ব্যাটিংয়ের সময়ে এই কোহলির উইকেটটি তুলে নিয়েছিলেন মারউই। কোহলিকে বোল্ড আউট করে দেন তিন🌠ি। আইসিসির তরফে চিন্নাস্বামীতে বিরাট কোহলি এবং রলেফ ভ্যান ডার মারউইয়ের মধ্যে এই সুন্দর মুহূর্তের ভিডিয়ো তাদের ইন্সটাগ্রামে শেয়ার করা হয়।