একটু এধার-ওধার হলে বল বাউন্ডারিতে পৌঁছতে বিশেষ সময় লাগত না। তবে রোহিত শর্মার দুর্ভাগ্য যে, কাগিসো রাবাগার বলে নেওয়া তা🥃ঁর বিদ্যুৎ গতির শট সোজা ফিল্ডারের কাছে পৌঁছে যায়। ফলে যে শটে চার রান সংগ্রহ করার কথা ছিল হিটম্যানের, সেই শটেই তাঁকে আউট হয়ে সাজঘরে ফিরতে হয়।
রবিবার কলকাতায় বিশ্বকাဣপ ২০২৩-এর হাই-ভোল্টেজ ম্যাচে সম্মুখসমরে নামে ভারত-দক্ষিণ আফ্রিকা। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ভারত। শুভমন গিলকে সঙ্গে নিয়ে ওপেন করতে নামেন 🧔ক্যাপ্টেন রোহিত শর্মা।
রোহিত-গিলের ওপেনিং জুটি ধ্বংসাত্মক মেজাজে ইনিংস শুরু করে।মাত্র ৪.৩ ওভারেই দলগত ৫০ রানের গণ্ডি টপকে꧑ যায় টিম ইন্ডিয়া। তবে ছন্দপতন হয় ইনিংসের ষষ্ঠ ওভারে। ৫.৫ ওভারে কাগিসো রাবাদার বলে জোরালো শট খেলার চেষ্টায় তেম্বা বাভুমার হাতে ধরা পড়েন রোহিত শর্মা।
রোহিত কয়েক পা এগিয়ে সজোরে শট নেন বোলারের পাশ দিয়ে। বল তড়িৎগতিতে হাওয়ায় ভেসে যায়। মিড-অফে ফিল্ডিং করছিলেন বাভুমা। তিনি নিজের ডানদিকဣে একটু সরে বল তালুবন্দি করেন। রোহিতকে সাজঘরে ফিরতে হয় ৬টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২৪ বলে ৪০ রান করে। ভারত দলগত ৬২ রানে ১ উইকেট হারায়।
সুতরাং, এক্ষেত্রে রাবাদা দারুণ বলে রোহিতের উইকেট পেয়েছেন বলা যাবে না। বরং রোহিত শট হাওয়ায় ভাসিয়ে ফেলার মাশুল দিয়ে মাঠ ছাড়েন বলতে হয়। দারুণ শট খেলেও আউট হত෴ে হওয়ায় রোহিতকে রীতিমতো হতাশ দেখা♏য়। অবিশ্বাস ফুটে ওঠে গ্যালারিতে বসে খেলা দেখা রোহিতে স্ত্রী রীতিকার প্রতিক্রিয়াতেও। রীতিকাও জানতেন যে, এই বলটিতে চার রান উপহার পাওয়া উচিত ছিল হিটম্যানের।
আরও পড়ুন:- IND vs SA: ই𝓀ডেনের জোড়া ছক্কায় গেইলকে টপকে ডি'ভিলিয়র্সের বিশ্বরেকর্ড ছুঁলেন রোহিত
রোহিত আউট হওয়ার কিছুক্ষণ পরেই সাজঘরে ফেরেন শুভমন গিল। ১০.৩ ওভারꦕে কেশবের বলে বোল্ড হয়ে মাঠ ছাড়েন তিনি। শুভমন ব্যক্তিগত ২৩ রানের মাথ🌱ায় আউট হন। ২৪ বলের ইনিংসে তিনি ৪টি চার ও ১টি ছক্কা মারেন।
দুই ওপেনার সাজঘরে✤ ফেরার পরে ভারতের ইনিংসকে টেনে নিয়ে যান বিরাট কোহলি ও শ্রেয়স আইয়ার। শ্রেয়স ৭টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৮৭ বলে ৭৭ রান করে আউট হন। বিরাট কোহলি ৫টি বাউন্ডারির সাহায্যে ৬৭ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন।