ঘরের মাটিতে হোক কিংবা বিদেশের মাটিতে ভারতের পাকিস্তান বধ অব্যা𒀰হত রয়েছে। এবারও যার অন্যথা হয়নি। শনিবার আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানকে ফের একবার উড়িয়ে দিল ভারতীয় ক্রিকেট দল। ৭ উইকেটে এই হাই ভোল্টেজ ম্যাচ জিতে নেয় টিম ইন্ডিয়া। ভারত-পাক ম্যাচ মানেই একটা আলাদা উত্তেজনা কাজ করে। তা সে ক্রিকেটারদের মধ্যে হোক কিংবা সমর্থকদের মধ্যে। একে অপর দলকে নিয়ে যেমন কাটা-ছেড়া চলে, ঠিক তেমনই নজর থাকে দুই দলের ক্রিকেটারদের উপরও।
এই ধরুণ পাকিস্তান দল এই ম্যাচে নজর রেখেছে বিরাট কোহলি, কেএল রাহুল, শুভমন গিল এবং জসপ্রীত বুমরাহর দিকে। ঠিক তেমনই ভারতীয় দলও নজর রাখে মহম্মদ রিজওয়ান, বাবর আজম এবং শাহিন শাহ আফ্রিদির দিকে। দুই দলের তারকা ক্রিকেটারদের দিকে একে অপরের নজর থাকবে সে🎶টাই স্বাভাবিক। এই ম্যাচেও যার অন্যথা হয়নি। পাকিস্তানের শাহিন আফ্রিদির দিকে নজর ছিল প্রত্যেকের। যদিও তিনি এই ম্যাচে ২ উইকেট তুলে নেন। তাঁর পဣ্রথম শিকার শুভমন গিল। এবং দ্বিতীয়টি রোহিত শর্মা।
নতুন বলে এই পাক পেসার কতটা ভয়ঙ্কর তা কারোর অজানা নয়। বিপক্ষ দলের ব্যাটারদেꩲর ঘুম কেড়ে নেওয়ার ক্ষমতা রাখেন তিꦛনি। এদিন ভারতকে শুরুতে গিলের উইকেট নিয়ে চাপে ফেলে দিলেও, রোহিত শর্মারা কোনও তোয়াক্কাই করেননি। পাক পেসারের বিরুদ্ধে দাপট বজায় রাখেন। চালিয়ে খেলতে থাকেন। কার্যত চাপে পড়ে যান এই পাক পেসার। আর সেই মুহূর্তে স্টার স্পোর্টস হিন্দিতে ধারাভষ্য দিচ্ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার রবি শাস্ত্রী। তখন তিনি বলে ওঠেন, শাহিন ভালো বোলার, কিন্তু ও ওয়াসিম আক্রম নয়।
হিন্দিতে ধারাভাষ্যের সময় শাস্ত্রীর সঙ্গেই ছিলেন আরও এক প্রাক্তন ক্রিকেটার ইরফান পাঠানও। ভারতীয় দলের প্রাক্তন হেড স্যার বলেন, 'ও ভালো বোলার। নতুন বলে উইকেট তুলে নিতে পারে। তবে তোমাকে মানতে হবে, যদি নাসিম শাহ না খেলে, তখন পাকিস্তান স্পিন বিভাগের দশা এমন হয়ে যায়।' এখানে না থেমে শাস্ত্রী আরও বলেন, 'শাহিন শাহ ওয়াসিম আক্রম নয়। সে একজন ভালো বোলার, কিন্তু আমাদের তাকে এতটা আগ্রাধিকার দেওয়ার দরকার নেই। এ🌄কজন ক্রিকেটার যদি কেবল একজন ভালো খেলোয়াড় হয়, তাহলে আমাদের উচিত তাকে ভালো বোলা🐈র বলার মধ্যেই আমাদের প্রশংসা সীমাবদ্ধ রাখা। সে খুব ভালো ক্রিকেটার নয়, এটা আমাদের স্বীকার করতে হবে।'