লখনউয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপ ২০২৩-এর গুরুত্বপূর্ণ ম্যাচ✃ে টস জেতে শ্রীলঙ্কা। টস জিতে 🐭শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন শানাকার পরিবর্তে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিতে নামা কুশল মেন্ডিস।
অস্ট্রেলিয়া এই ম্যাচে মা💯ঠে নামায় মিচেল মার্শ, ডেভিড ওয়ার্নার, স্টিভ স্মিথ, মার্নাস ল্যাবুশান, জোশ ইং🎉লিস (উইকেটকিপার), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টইনিস, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (ক্যাপ্টেন), অ্যাডাম জাম্পা ও জোশ হেজেলউডকে।
শ্রীলঙ্কা এই ম্♋যাচে মাঠে নামায় পাথুম নিশঙ্কা, কুশল পেরারা, কুশল মেন্ডিস (ক্যাপ্টেন ও উইকেটকিপার), সাদিরা সমরাবিক্রমে, চরিথ আসালঙ্কা, ধনঞ্জয়া ডি'সিলভা, চামিকা করুণারত্নে, দুনিথ ওয়েলা🃏লাগে, মাহিশ থিকশানা, দিলশান মদুশঙ্কা ও লাহিরু কুমারাকে।
9.50 PM: ম্যাচের সেরা জাম্পা
৮ ওভার বল করে ১টি মেডেন-সহ ৪৭ রানের বিনিময়ে ৪টি উইকেট নেಌওয়া 🐽অ্যাডাম জাম্পা ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন।
9.40 PM: দাপুটে জয় অস্ট্রেলিয়ার
শ্রীলঙ্কার ২০৯ রানের জবাবে ব্যাট করতে নেমে অস্ট্রেলিয়া ৩৫.২ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ২১৫ রান তুলে ম্যাচ জিতে যায়। ৮৮ বল বাকি থাকতে ৫ উইকেটের জয়ে চলতি বিশ্বকাপে পয়েন্টের খাতা খুললেন প্যাট কামিন্সরা। গ্লেন ম্যাক্সওয়েল ৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ২১ বলে ৩১ রান করে নট-আউট থাকেন। 🐭২টি চার ও ১টি ছক্কার সাহায্যে ꧟১০ বলে ২০ রান করে অপরাজিত থাকেন মার্কাস স্টইনিস। শ্রীলঙ্কার দিলশান মদুশঙ্কা ৩৮ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। ৫৩ রানে ১টি উইকেট নেন দুনিথ ওয়েললাগে। উল্লেখ্য, শ্রীলঙ্কা এবারের বিশ্বকাপে তাদের প্রথম ৩টি ম্যাচেই পরাজিত হয়।
9.25 PM: জোশ ইংলিস আউট
৩৩.১ ওভারে দুনিথ ওয়েলালাগের বলে থিকশানার হাতে ধরা পড়েন জোশ ইংলিস। ৫টি বাউন্ডারꦍির সাহায্যে ৫৯ বলে ৫৮ রান করে মাঠ ছাড়েন তিনি। অস্ট্রেলিয়া ১৯২ রানে ৫ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্কাস স্টইনিস।
9.14 PM: ব্যাট চালাচ্ছেন ম্যাক্সওয়েল
৩১তম ওভারে মদুশঙ্কার বলে ৩টি টার মারেন গ্লেন ম্যাক্সওয়েল। অস্ট্রেলিয়ার স্কোর ৪ উইকেটে ১৭৬ রান। ৫৫ রানে ব্যাট করছেন জোশ ইংলিস। ১৬ রানে ব্যাট করছেন ম্যাক্সওয়েল।ꦡ মোট෴ ৪টি চার মেরেছেন গ্লেন।
9.04 PM: মার্নাস ল্যাবুশান আউট
২৮.৫ ওভারে দিলশান মদুশঙ্কার বলে করুণারত্নের হাতে ধরা পড়েন মার্নাস ল্যাবুশান। ৬০ বলে ৪০ রান করেন তিনি। মারেন ২টি চার🗹। অস্ট্রেলিয়া ১৫৮ রানে ৪ উইকেট হারায়। ব্যাট করতে নামেন গ্লেন ম্য❀াক্সওয়েল।
8.55 PM: হাফ-সেঞ্চুরি ইংলিসের
৫টি চার ও ১টি ছক্কার সাহায্যে ৪৬ বলে ব্যক্তিগত অর্ধশতরান পূর্ণ করেন জোশ ইংলিস। ২৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ꦗ৩ উইকেটে ১৫৩ রান। ইংলিস ৫২ ও ল্যাবুশান ৩৬ রানে ব্যাট করছেন।
8.48 PM: ২৫ ওভারে ৬৯ রান দরকার অস্ট্রেলিয়ার
অর্ধেকꦏ ইনিংস শেষ। ২৫ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১৪১ রান। সুতরাং, জয়ের জন্য শেষ ২৫ ওভারে ৬৯ রান দরকার তাদের। ৪৫ রানে ব্যাট করছেন ইংলিস। ৪১ বলের ইনিংসে ৪টি চার ও ১টি ছক্কা মেরেছেন তিনি। ল্যাবুশান ব্যাট করছেন ৩১ রানে।
8.32 PM: প্রতিরোধ গড়ছেন ল্যাবুশান
জোশ ইংলিসকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ছেন মার্নাস🔜 ল্যাবুশান। ২১ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১১২ রান। ল্যাবুশ🌄ান ২৬ রানে ব্যাট করছেন। ২২ রান করেছেন ইংলিস।
8.19 PM: ১০০ টপকাল অস্ট্রেলিয়া
১৮তম ওভারে দলগত ১০০ রানের গণ্ডি ಌটপকে যায় অস্ট্রেলিয়া। ১৮ ওভার শে🎐ষে অস্ট্রেলিয়ার স্কোর ৩ উইকেটে ১০১ রান। ল্যাবুশান ২৪ ও জোশ ইংলিস ১৪ রানে ব্যাট করছেন।
8.06 PM: রান-আউট মিচেল মার্শ
১৪.৩ ওভারে দুর্ভাগ্যজনক রান-আউট হয়ে মাঠ ছাড়েন মিচেল মার্শ। ৯টি বাউন্ডারির সাহায্যে ৫১ বলে ৫২ রান করেন তিনি। অস্ট্রেলিয়া ৮১ রানে ৩ উইকেট হারায়। ব্যাট করতে নামেন জোশ ইংܫলিস।
7.56 PM: হাফ-সেঞ্চুরি মার্শের
৯টি বাউন্ডারির সাহায্যে ৩৯ বলে ব্যক্তিগত হাফ-সেঞ্চুরি পূর্ণ করেন মিচেল মার্শ🌠। ১২ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৭৫ রান। মার্শ ৫০ ও ল্যাবুশান ১৪ রানে ব্যাট করছেন।
7.42 PM: ৫০ ছুঁল অস্ট্রেলিয়া
অষ্টম ওভারဣে দলগত ৫০ রানের গণ্ডি ছুঁয়ে ফেলে অস্ট🌱্রেলিয়া। ৮ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৫০ রান। মার্শ ৩২ রানে ব্যাট করছেন। ৭ রান করেছেন ল্যাবুশান।
7.35 PM: লড়াই জারি মার্শের
৭ ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর ২ উইকেটে ৪৫ রান। ২৪ বলে ৩১ রান করꦚেছেন🍰 মিচেল মার্শ। মেরেছেন ৬টি চার। ৭ বলে ৩ রান করেছেন মার্নাস ল্যাবুশান।
7.20 PM: স্টিভ স্মিথ আউট
একই ওভারে অজি শিবিরে জোড়া ধাক্কা দেন দিলশান মদুশঙ্কা। ৩.৬ ꦑওভারে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন স্মিথ। ৫ বল খেলেও খাতা খুলতে পারেননি তিনি। অস্ট্রেলিয়া ২৪ রানে ২ উইকেট হারায়। ব্যাট করতে নামেন মার্নাস ল্যাবুশান।
7.15 PM: ডেভিড ওয়ার্নার আউট
৩🐼.১ ওভারে মদুশঙ্কার বলে এলবিডব্লিউ হয়ে মাঠ ছাড়েন ডেভিড ওয়ার্নার। রিভিউ নিয়েও বাঁচেননি তিনি। আম্পায়ার্স কলে আউট হয়ে মাঠেই বিরক্তি প্রকাশ করেন অজি ওপেনার। ১টি ছক্কার সাহায্যে ৬ বলে ১১ রান করেন ওয়ার্নার। ২৪ রানে 🦩১ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ব্যাট করতে নামেন স্টিভ স্মিথ।
7.12 PM: ব্যাট চালাচ্ছেন মার্শ
তৃতীয় ওভারে থিকশানার বলে ২টি চ♏ার মারেন মিচেল মার্শ। ওভারে ৯ রান ওঠে। ৩ 𒁃ওভার শেষে অস্ট্রেলিয়ার স্কোর বিনা উইকেটে ২৪ রান। মার্শ ১৩ ও ওয়ার্নার ১১ রানে ব্যাট করছেন।
7.00 PM: রান তাড়া শুরু অস্ট্রেলিয়ার
ডেভিড ওয়ার্নারের সঙ্গে ওপেন করতে নামেন মিচেল মার্শ। শ্রীলঙ্কার হয়ে বোলিং শুরু করেন লাহিরু কুমারা। প্রথম বলেই চার মারেন মার্শ। ওভারের শেষ বলে ছক্কা হাঁক🅰ান ওয়ার্নার। প্রথম ওভারে ১৫ রান তোলে অস্ট্রেলিয়া। ওয়ার্নার ১০ ও ম▨ার্শ ৫ রানে ব্যাট করছেন।
6.45 PM: বৃষ্টির জন্য দ্বিতীয় ইনিংস শুরু হতে দেরি
ইনিংসের বিরতিতে বৃষ্টি নামে। ফꦍলে তড়িঘড়ি ঢেকে দেওয়া হয় পিচ। সঙ্গত কারণেই নির্ধারিত সময়ে দ্বিতীয় ইনিংস শুরু করা যায়নি। তবে বৃষ্টি বেশিক্ষণ স্থায়ী হয়নি। তুলে ফেলা হচ্ছে কভার। নতুন করে বৃষ্টি না নামলে তাড়াতাড়িই অস্ট্রেলিয়া ব্যাট করতে নামবে।
6.3০ PM: সুগন্ধি লাগিয়ে ব্যাটিং করতে নামবেন ওয়ার্নার
অস্ট্রেলিয়ারܫ হয়ে ওপেন করতে নামার জন্য প্রস্তুত ডেভিড ওয়ার্নার। তবে ব্রডকাস্টারদের ক্যামেরায় ধরা পড়ে মজাদার এক ছবি। সাজঘরে ওয়ার্নারকে দেখা যায় গায়ে সুগন্ধি স্প্রে করতে।