লিগের খেলা শেষ। কোন তিনটি দল চলতি উইমেন্স প্রিমিয়র লিগের প্লে-অফ খেলবে, সেটা শেষ লিগ ম্যাচের আগেই নির্ধারিত হয়ে গিয়েছিল। তবে তা সত্ত্বেও দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট জায়ান্টসে෴র শেষ লিগ ম্যাচটি নিতান্ত গুরুত্বহীন ছিল না। কেননা এই ম্যাচের ফলাফলের নিরিখে নির্ধারিত হয় কারা লিগ টেবিলের এক নম্বরে থেকে সরাসরি ফাইন🐓াল খেলবে।
নিয়ম মতো পাঁচ দলের টুর্নামেন্টে লিগ পর্বের শেষে যে দল পয়েন্ট তালিকার এক নম্বরে থাকবে, তারা সরাসরি ফাইনালেꦗর টিকিট হাত🦹ে পাবে। লিগ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দল নিজেদের মধ্যে এলিমিনেটরের লড়াইয়ে নামবে। লিগ টোবিলের চতুর্থ ও পঞ্চম স্থানে থাকা দলকে বিদায় নিতে হবে। এলিমিনেটরে যে দল জিতবে, তারা সরাসরি ফাইনালে ওঠা দলের সঙ্গে খেতাবি লড়াইয়ে মাঠে নামবে।
উইমেন্স প্রিমিয়র লিগ ২০২৪-এর পয়েন্ট টেবিল:-
সুতরাং, শেষ লিগ ম্য়াচে গুজরাটকে হারিয়ে লিগ টেবিলের এক নম্বরে থাকে দিল্লি ক্যাপিটালস। সেই সুবাদে তারা সরাসরি ফাইনালের টিকিট হাতে পায়। দ্বিতীয় ও তৃতীয় স্থানে থাকা দু'দল মুম্বই ও আরসিবি নিজেদের মধ্যে এলিমিনেটর ম্যাচে মাঠে ন🃏ামবে। লিগ পর্ব থেকেই এবারের মতো বিদায় নিতে হয় ইউপি ও গুজরাটকে।
ডব্লিউপিএল ২০২৪-এর প্লে-অফের সূচি:-
এলিমিনেটর: মুম্বই ইন্ডিান্স বনাম আরসিবি (১৫ মার্চ)।
ফাইনাল: দিল্ꦺলি ক্যাপিটালস বনাম এলিমিনেটরে জয়ী দল (১৭ꦜ মার্চ)।
ডব্লিউপিএল ২০২৪-এ সব থেকে বেশি রান (কমলা টুপি) করেছেন কারা:-
১. মেগ ল্যানিং (দিল্লি ক্যাপিটালস)- ৩০৮ রান।
২. দীপ্তি শর্মা (ইউপি ওয়ারিয়র্জ)- ২৯৫ রান।
৩. বেথ মুনি (গুজরাট জায়ান্টস)- ২৮৫ রান।
৪. শেফালি বর্মা (দিল্লি ক্যাপিটালস)- ২৬৫ রান।
৫. স্মৃতি মন্ধনা (আরসিবি)- ২৫৯ রান।
৬. এলিস পেরি (আরসিবি)- ২৪৬ রান।
ডব্লিউপিএল ২০২৪-এ সব থেকে বেশি উইকেট (বেগুনি টুপি) নিয়েছেন কারা:-
১. মারিজান কাপ (দিল্লি ক্যাপিটালস)- ১১টি উইকেট।
২. জেস জোনাসেন (দিল্লি ক্যাপিটালস)- ১১টি উইকেট।
৩. সোফি একলেস্টোন (ইউপি ওয়ারিয়র্জ)- ১১টি উইকেট।
৪. রাধা যাদব (দিল্লি ক্যাপিটালস)- ১০টি উইকেট।
৫. তনুজা কানওয়ার (গুজরাট জায়ান্টস)- ১০টি উইকেট।
৬. দীপ্তি শর্মা (ইউপি ওয়ারিয়র্জ)- ১০টি উইকেট।