পার্থে প্র্যাকটিসে নেমেই মাঠের বাইরে বল ফেললেন যশস্বী জয়সওয়াল। ফোর্বসের সাংবাদিক ত্রিস্তান লাভালেটে রাস্তায় পড়ে থাকা একটি বলের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দাবি করেছেন, নেটে প্র্যাকটিসের সময় যশস্বী এমন একটা শট মেরেছেন যে বলটা পার্শ্ববর্তী রাস্তায় এসে পড়েছে। সৌভাগ্যবশত সেইসময় ওখানে কোনও পথচারী ছিলেন না। সামনে যে স্কুল আছে, সেটারও ক্লাস শেষ হয়ে গিয়েছিল আগেই। ছিল না কোনও গাড়ি। নাহলে যে বিপদ হতে পার😼ত, তা নিয়ে কোনও সন্দেহ নেই।
ভারতের প্রথম ৩ ব্যাটার নিশ্চিত?
যশস্বীর সেই মারমুখী মনোভাবের মধ্যেই মঙ্গলবার পার্থের নেটে তাঁর সঙ্গে নেটে ব্যাট করেছেন কেএল রাহুল, শুভমনꦫ গিল, ঋষভ পন্তরাও। পরপর নেটে ব্যাটিং করতে দেখা গিয়েছে তাঁদের। প্রথম নেটে ছিলেন রাহুল। তারপর ছিলেন যশস্বী। তারপর ছিলেন শুভমন। যে দৃশ্য দেখে অনেকে মনে করছেন যে আগামী ২২ নভেম্বর থেকে পার্থে শুরু হতে চলা প্রথম টেস্টে ভারতের ব্যাটিং লাইন-আপের প্রথম তিনজন হচ্ছ🦂েন তাঁরাই। প্রাথমিকভাবে মিচেল স্টার্ক, প্যাট কামিন্সদের সামলাতে হবে তাঁদেরই।
আরও পড়ুন: IND vs AUS: অস্ট্রেলিয়ায়༺ পৌঁছেই ফ্রন্ট পেজের দখল নিলেন কোহলি, হিন্দি হরফে দেশি ফ্লেভার অজি মিডিয়ায়
আসলে একটি মহলে কানাঘুষো চলছে যে প্রথম টেস্টে খেলতে পারবেন না ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা। আপাতত সরকারিভাবে কিছু জানানো না বলেও সেক্ষেত্রে ভারতের অধিনায়কত্ব করবেন জসপ্রীত বুমরাহ। আর ভারতীয় দলের হেড কোচ গৌতম গম্ভীর ইতিমধ্যে পরিষ্কার ইঙ্গিত দিয়েছেন রোহিত খেলতে না পারলে তাঁর পরিবর্তে ওপেনিংয়ে রাহুলকেই খেলানোর সম্ভাবনা প্রবল। আর মঙ্গলবার পার্থের🍬 নেটে 𝓀যেভাবে ব্যাটিং করলেন রাহুল, তাতে সেই সম্ভাবনায় সিলমোহর পড়ে গেল বলে মনে করছে সংশ্লিষ্ট মহল।
কঠিন প্রশ্নের উত্তর খুঁজতে হবে ভারতকে
তবে সেই প্রশ্নটার উত্তর খোঁজা তো ভারতের জন্য সহজ ছিল। আসল প্রশ্নটাꦇ হল যে পার্থে ভারতের প্রথম একাদশে কারা থাকবেন। ওপ্টাস স্টেডিয়ামের প্রধান কিউরেটর আইজ্যাক ম্যাকডোনাল্ড ইতিমধ্যেಞ সংবাদমাধ্যম ইএসপিএন ক্রিকইনফোয় জানিয়েছেন, তিনি যে পিচ বানিয়েছেন, তাতে পেস থাকবে। বাউন্সও থাকবে প্রচুর। পার্থের পিচ যেমন হয়ে এসেছে, সেরকমই থাকবে।
আরও পড়ুন: ‘✃জুরেল অস্ট্রেলিয়ার বিরু⭕দ্ধে না খেললে অবাকই হব…’! বলছেন প্রাক্তন অজি অধিনায়ক…
জুরেল কি প্রথম একাদশে?
সেই পরিস্থিতিতে 𝐆সংশ্লিষ্ট মহলের ধারণা, পার্থে প্রথম একাদশে চার পেসারকে রাখতে পারে ভারত। জসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, আকাশদীপের সঙ্গে হর্ষিত রানা বা প্রসিধ কৃষ্ণকে খেলাতে পারে। আর ছয় ব্যাটার হিসেবে থাকবেন যশস্বী, রাহুল, গিল, বিরাট কোহলি, পন্ত এবং ধ্রুব জুরেল। সম্প্রতি অস্ট্রেলিয়া ‘এ’ দলের🌸 বিরুদ্ধে দুটি ইনিংসে অর্ধশতরান করেছেন ভারতীয় তরুণ উইকেটকিপার। আর সেই কারণে পার্থে তাঁকে খেলানো হতে পারে বলে সংশ্লিষ্ট মহলের ধারণা।