পার্থে চলছে ভারত-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট ম্যাচ। এই সিরিজকে কেন্দ্র করে উন্মাদনা তুঙ্গে ক্রিকেট প্রেমীদের মনে। উত্তেজিত ক্রি🔴কেটাররাও। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট ম্যাচ আর স্লেজিং হবে না তা হয়! দ্বিতীয় দিনে তেমনই এক ঘটনার সাক্ষী থাকল সমর্থকরা। অজি বোলার মিচেল🦄 স্টার্ককে লক্ষ্য করে মন্তব্য করতে শোনা গেল যশস্বী জসওয়ালকে। ঘটনাটি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়। অনেকেই মজা করে বলছেন এই ‘শিক্ষা’ বিরাটের কাছ থেকেই পেয়েছেন এই তরুণ ভারতীয় ব্যাটার। ভারতের দ্বিতীয় ইনিংসে দুই ওপেনার যশস্বী জসওয়াল এবং কেএল রাহুল শুরুটা ভালোই করেছেন। দু’জনেই নিজের অর্ধশতরান পূরণ করেছেন।
ভারতের দ্বিতীয় ইনিংসের ১৯ তম ওভারটি করতে এসেছিলেন মিচেল স্টার্ক। ওভারের তৃতীয় বলে একটি চার মারেন যশস্বী। এরপরের দুটো বলই ডট যায়। তখন যশস্বীর দিকে তাকিয়ে হাসছিলেন স্টার্ক, এরপরেই বল করার জন্য যখন ফিরে যাচ্ছিলেন তিনি, তখনই যশস্বী বলে ওঠেন, ‘তোমার বল অনেক ধীরে আসছে আমার কাছে।’ এটা শুনে যদিও কোনও প্রত্যুত্তর করেননি স্টার্ক। হাসতে হাসতে চলে যান ক্রিজের দিকে। এর আগেও স্টার্ককে কেন্দ্র করে একটি ঘটনা ঘটে। তখন ব্যাটিং করছিলেন তিনি, বল করছিলেন হর্ষিত রানা। সেই সময় একটি শর্ট পিচ বল ক🔯রেন রানা। সেটা বুঝতে পারেননি স্টার্ক, কোনও মতে ব্যাটে লাগান। এরপরেই মজার ছলে হর্ষিতকে হুঁশিয়ারি দেন স্টার্ক। তিনি বলেন, ‘হর্ষিত, আমি কিন্তু তোমার থেকেও জোরে বল করি।’ স্টার্ক সতর্ক করে আরও বলেন, ‘আমি কিন্তু সব মনে রাখি।’ অনেকেই মনে করছেন এই ঘটনার সূত্র ধরেই জবাব দিলেন যশস্বী।
উল্লেখ্য, ভারত অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৫টি টেস্ট ম্যাচ খেলবে। প্রথম টেস্টটি শুক্রবার থেকে শুরু হয়েছে পার্থে। ভারত প্রথমে টসে জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছিল। প্রথমে ব্যাট করতে নেমে মাত্র ১৫০ রানে অলআউট হয়ে গেছিল ইন্ডিয়া। বোঝাই যাচ্ছিল এই পিচ বোলারদের বাড়তি সুবিধা দেবে। অস্ট্রেলিয়ার হয়ে ৪ উইকেট নেন জোশ হেজেলউড। এছাড়াও ২টি করে উইকেট নেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স এবং মিচেল মার্শ। জবাবে ব্যাট করতে নেমে বেগ পেতে হয় অস্ট্রেলিয়াকে। প্রথম দিনের শেষে তাদের স্কোর ছিল ৭ উইকেট হারিয়ে ৬৭ রান। এরপর দ্বিতীয় দিন খেলা শুরু হলে বাকি ৩ উইকেট হারিয়ে মাত্র ১০৪ রান তুলতেই সক্ষম হয় অজিরা। ভারতের হয়ে ৫ উইকেট নেন এই টেস্টের অধিনায়ক জসপ্রীত বুমরাহ। এছাড়াও ৩টি উইকেট নেন হর্ষিত রানা এব𝐆ং ২টি উইকেট নেন মহম্মদ সিরাজ। জবাবে দ্বিতীয় ইনিংসে লড়াইটা ভালোই শুরু করেছে ভারতের দুই ওপেনার।