আইসিসি টি২০ বিশ্বকাপের প্রথম 𝔍ম্যাচেই ভারতের হয়ে অনবদ্য পারফরমেন্স করেছেন জসপ্রীত বুমরাহ। আইপিএলে যেখানে শেষ করেছিলেন, টি২০ বিশ্বকাপে সেখান থেকেই শুরু করেছেন বুম বুম বুমরাহ। প্রথম ম্যাচেই দেখা গেছে, ট্রেডমার্ক ইয়র্কার। ব্যাটারের কিছু করারই ছিল না। ভারত প্রথম ম্যাচে অনায়াসে জিতলেও পরের দিকে কঠিন প্রতিপক্ষের মুখোমুখি হতে হবে তাঁদের। এরই মধ্যে পরের ম্যাচে টিম ইন্ডিয়ার প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দী পাকিস্তান। তাঁদের বিরুদ্ধে মাঠে নামার আগেই ব্যাটারদের উদ্দেশ্যে বড় বার্তা দিলেন ভারꦇতীয় দলের তারকা পেসার, পিচ নিয়ে যতই প্রশ্ন উঠুক না কেন। পরিবেশ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে হবে সকলকে, বলছেন জসপ্রীত বুমরাহ।
আরও পড়ুন-৪ ওভারে ৪ রানে ২ উইকেট!T20 World Cup-ꦍএর সবচেয়ে কৃপণ বোলিং উগান্ডার সুবুগার
আয়ারল্যান্ডকে মাত্র ৯৬ রানের মধ্যেই গুটিয়ে দিয়েছিল ভারতীয় বোলাররা। অর্শদীপ সিংরাও ভালো বোলিং করেন, তবে তিন ওভার হাত ঘুড়িয়ে মাত্র ৬ রানে দুই উইকে🥂ট তুলে ম্যাচের সেরা ন🌌ির্বাচিত জসপ্রীত বুমবাহ। হার্দিক পান্ডিয়া তিন উইকেট নিলেও, বুমরাহর বোলিংয়ের সামনে কোনও উত্তরই খুঁজে পাননি আয়ারল্যান্ড ব্যাটাররা। বারবারই মার্কিন যুক্তরাষ্ট্রের পিচ নিয়ে কথা উঠছে। আন ইভেন বাউন্সের জন্য ব্যাটাররা অনেকক্ষেত্রেই সমস্যায় পড়ছেন। দঃ আফ্রিকা বনাম শ্রীলঙ্কা ম্যাচেও দুই দল মিলে অত্যন্ত ধীর গতিতে রান করেছিল, নিজেদের চেনা ঢংয়ে ব্যাটিং করতে পারেনি তাঁরা। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে চোট পান রোহিত শর্মা, এই পিচের বাউন্সের কারণেই। এবার পিচ ইস্যুতেই মুখ খুললেন বুমরাহ, পাল্টা ব্যাটারদের টেকনিকের দিকেই বল ঠেললেন তিনি।
আরও পড়ুন-দুর্ঘটনার দেড় বছর পর জাতীয় দলে ফিরেই ভারতকে জেতালেন পন্ত🔯…ধন্যবাদ দিলেন ভগবানকে
জসপ্রীত বুমরাহ এই পি💙চে বোলিং করতে বেশ উপভোগই করেছেন বোঝা গেল তাঁর কথায়। মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে আইপিএল খেলা ভারতীয় এই পেসার বলছেন, ‘আমি ভারতের উইকেটে খেলে আসছি, যেখানে বল একটু আধটু সিম হয়, তাই এখানে বোলাররা একটু সাহায্য পেলে আমি তা নিয়ে কোনও অভিযোগ করব না। এই ফরম্যাটে সকলকে মানিয়ে নিতে হবে পরিবেশ পরিস্থিতির সঙ্গে, অতিস্বক্রিয় থাকতে হবে সব সময়। নির্দিষ্ট প্ল্যান করে, সেটার সঙ্গেই লেগে থাকতে হবে। যে প্ল্যান করা হয়েছে তা বাস্তবায়িত করতে হবে।। নিজেকে সব সময় প্রস্তুত রাখতে হবে সবরকমের পরিস্থিতির জন্য, আয়ারল্যান্ডের বিপক্ষে পারফরমেন্সে আমি খুব খুশি’।
আরও পড়ুন-৩ ম্যাচে বিরাটের স্কোর ১০…অস্ট্রেলিয়া,ইংল্যান্ড যা পওারেনি করে দেখাল আয়ারল্যান্ড