শুভব্রত মুখার্জি: রবিবারেই শেষ হয়েছে জিম্বাবোয়ের, বাংলাদেশ সফরের টি-২০ সিরিজ। টি-২০ সিরিজের শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ বাঁচিয়েছে জিম্বাবোয়ে দল। বাংলাদেশের বিরুদ্ধে ১-৪ 𝐆ফলে এই সিরিজ হারের পরেই জিম্বাবোয়ের এই মুহূর্তে অন্যতম সেরা অলরাউন্ডার শন উইলিয়ামস টি-২০ ফর্ম্যাট থেকে অবসরের কথা ঘোষণা করলেন। তবে টি-২০ ফর্ম্যাট থেকে অবসর নিলেও ৩৭ বছর বয়সী 𝓰তারকা টেস্ট এবং ওডিআই ফর্ম্যাটে খেলা চালিয়ে যাবেন।
আরও পড়ুন: কোহলির সঙ্গে কোথায় মন কষাকষি? RCB-এর কাছে DC-র হার💮ের পর দিব্যি হাসিমুখে হাত মেলালেন সৌরভ- ভিডিয়ো
রবিবার মিরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে পঞ্চম টি-২০ ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলকে এদিন আট উইকেটের বড় ব্যবধানে হারিয়ে দেয় জিম্বাবোয়ে। এই সিরিজে মাত্র দুটি ম্যাচেই প্রথম একাদশে খেলার সুযোগ পান শন উইলিয়ামস। তবে সেই ভাবে তাঁর পারফরম্যান্স দিয়ে তিনি ছাপ ফেলতে পারেননি সি𝔍রিজে। জিম্বাবোয়ের এক ক্রিকেট অফিসিয়াল বিষয়টি নিশ্চিত করেছেন। ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ‘ও (শন উইলিয়ামস) আন🌳্তর্জাতিক টি-২০ ক্রিকেট থেকে অবসর নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। আজকে ম্যাচ শেষের পরে জাতীয় দলের বাকি সদস্যদের তিনি অবসর গ্রহণের তাঁর যে সিদ্ধান্ত, সে কথা জানিয়ে দিয়েছেন।’