বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Punjab Election Results 2022: 'পঞ্জাবের জেলেনস্কি' ভগবন্ত মান হাসলেন শেষ হাসি! ঝাড়ু-ঝড়ে তছনছ আপ-বিরোধীরা
Punjab Election Results 2022: 'পঞ্জাবের জেলেনস্কি' ভগবন্ত মান হাসলেন শেষ হাসি! ঝাড়ু-ঝড়ে তছনছ আপ-বিরোধীরা
3 মিনিটে পড়ুন Updated: 10 Mar 2022, 08:27 PM IST লেখক Sritama Mitra
লক্ষ্য ছিল ১১৭ আসনের পঞ্জাব বিধানসভা দখল। আর সেই লক্ষ্যে আম আদমি পার্টি থেকে শুরু করে কংগ্রেস, বিজেপি সকলেই ভোট যুদ্ধে নামে। দিনের শেষে ৯০ এর বেশি আসন দখল করে বিজয়ী হয় আম আদমি পার্টি। শেষ হাসি হাসে ভগবন্ত মানের দল।
১১৭ আসনের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ১০ মার্চ ভাগ্য নির্ধারণ হয় একাধিক নামী রাজনৈতিক ব্যক্তিত্বের। 'ক্যাপ্টেন' অমরিন্দর বিহীন পঞ্জাব কংগ্রেসের ভাগ্য যেমন এই দিনে ধীরে ধীরে স্পষ্ট হয়, তেমনই খোদ পঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী অমরিন্দর সিংয়ের রাজনৈতিক ভবিষ্যতও ১০ মার্চ পায় আগামীর পথ চলা নিয়ে বার্তা। ১০ মার্চের ফলাফলে কার্যত পঞ্জাবের জেলেন্সকি হিসাবে তকমা পান ভগবন্ত মান। আপের সংখ্যাগরিষ্ঠত দখলের পর তিনিই হতে চলেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। ভোটে হার মেনেছেন নভজ্যোত সিং সিধু থেকে অমরিন্দর সিংয়ের মতো একাধিক হেভিওয়েট। ৫৯ এর ম্যাজিক ফিগার দখলের লড়াইতে আজ নামে পঞ্জাবের বিভিন্ন রাজনৈতিক দল। কৃষক আন্দোলন সহ একাধিক ফ্যাক্টরকে সঙ্গে নিয়ে পঞ্জাব ভোটের শেষ হাসি হাসেন কৌতূক অভিনেতা তথা রাজনীতিবিদ ভগবন্ত মান। ভোট গণনার সমস্ত লাইভ আপডেট দেখে নিন এখানে।
10 Mar 2022, 08:27 PM IST
পঞ্জাবের ফলাফল
পঞ্জাবে ১১৭ টি আসনের মধ্যে ৯২ টিতে জয়ী আম আদ🦩মি পার্টি। কংগ্রেস পেয়েছে ১৮ টি, শিরোমণি অকালি দল ৪ টি ও বিজেপি 💮সহ বাকিরা ২ টি আসন দখলে রেখেছে।
10 Mar 2022, 08:13 PM IST
পঞ্জাবের জেলেন্সকি হাসলেন শেষ হাসি
কৌতূক অভিনেতা থেকে রাজনৈতিক নেতা হয়ে ওঠা ভগবন্ত মান আম আদমি পার্টির হয়ে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী। জয়ী হয়েছেন তিনি, জয়ী হয়েছে তাঁর দল। তাঁর জীবনসফরের সঙ্গে অনেকেই মিল পাচ্ছেন ইউক্রেনের দেশনেতা ভলদোমির জেলেন্সকির। আর সেই থেকেই ভগবন্ত মান এখন পঞ্জাবের জেলেন্সকিꦯ।
10 Mar 2022, 07:09 PM IST
জালালাবাদে সুখবীর সিং বাদলকে হারালেন আপ প্রার্থী
শিরোমনি অকালি দলের অন্যতম নেতা তথ🐼া বাদল পরিবারের সদস্য সুখবীর সিং বাܫদলকে জালালাবাদে হারিয়ে দেন আম আদমি পার্টির জগদীপ কম্বোজ।
১১৭ আসনের পঞ্জাব বিধানসভা নির্বাচনে ৯১ টি আসনে এগিয়ে রয়েছে আম আদমি পার্টি। ১৭ আসনে এগিয়ে রয়েছে কংগ্রেস। হার মেনে নিয়ে ইতিমধ্যেই টুইট করেছেন কংগ্রেসের নভজ্যোত সিং🧸 সিধু।
10 Mar 2022, 01:36 PM IST
পিছিয়ে চান্নি
বাহাদৌর কেন্দ্র থꦍেকে ২২,৮৪৩ ভোটে পিছিয়ে চরণজিৎ সিং চান্নি। চমকৌর সৈাহিব থেকে ২৬৭১ ভোটে পিছিয়ে রয়েছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রীಌ।
10 Mar 2022, 12:49 PM IST
‘এই ইনকিলাবের জন্য…’ কী বললেন কেজরিওয়াল?
পঞ্জাবে ঝাড়ু 𒊎ঝড় অব্যাহত। টুইটে আম আদমি পার্টির প্রধান অরবিন্দ কেজরিওয়াল বলেন, 'এই ইনক🃏িলাবের জন্য পঞ্জাবের মানুষকে অনেক শুভেচ্ছা ’।
10 Mar 2022, 12:45 PM IST
‘মাথা পেতে নিচ্ছি এই জনমত’
পঞ্জাবের ভোটে কার্যত ধরাশায়ী কংগ্রেস। এই পরিস্থিতিতে সেখানের কংগ্রেস প্রধান নভজ্যোত সিং সিধু বল🌠েন, ‘মানুষের কণ্ঠই জনগণের কণ্ঠ। মাথা পেতে নিচ্ছি এই জনমত। ’
10 Mar 2022, 12:20 PM IST
লাম্বি কেন্দ্র থেকে পিছিয়ে প্রকাশ সিং বাদল
পঞ্জাব নির্বাচনে লাম্বি কেন্দ্র থেকে পিছিয়ে রইলেন শিরোমনি অকালি দল প্রধান প্রকাশ সিং বাদল। একই সঙ্গে তাঁর পুত্র সুখবীরও জালালাবাদ থেকে আপাতত 😼পিছিয়ে রয়েছেন বলে খবর। আপের ঝড়ে কার্যত একাধিক পঞ্জাব হেভিওয়েট পর্যুদস্ত হয়েছেন।
10 Mar 2022, 12:18 PM IST
পঞ্জাবে ৩ হেভিওয়েটের পতন
অমরিন্দর সিং, নভজ্যোৎ সিং সিধু ও চরণজিৎ সিং চান্নির মতো তিন হেভিওয়েট নেতাই ২০২২ সালে বিধানসভা ভোটের প্রথম কয়েক রাউন্ডের গণনার ܫপর পিছিয়ে রয়েꦰছেন।
10 Mar 2022, 11:00 AM IST
চান্নি দিতে চলেছেন ইস্তফা!
সূত্রের দাবি, দুটি কেন🎉্দ্র থেকে পিছিয়ে থাকা কংগ্রেস হেভিওয়েট তথা পঞ্জাবের মুখ্যমন্ত্রী চর🌼ণজিৎ সিং চান্নি আর কিছুক্ষণের মধ্যে ইস্তফা দিতে চলেছেন।
পঞ্জাবের মুখ্যমন্ত্রী চরণজ🌺িৎ সিং চান্নি পিছিয়ে রয়েছেন বাহাদৌর ও চমকোর সাহিব দুটি কেন্দ্র থেকেই।
10 Mar 2022, 09:42 AM IST
পঞ্জাবে সংখ্যা গরিষ্ঠতার পথে আপ
পঞ্জাবে সংখ💯্যা গরিষ্ঠতা দখলের পথে এগিয়ে গেল আম আদমি পার্টি। ইতিমধ্যেই তারা সেখানে ম্যাজিক ফিগার ৫৯ দখল করে ফেলেছে। ফলে এখন ভগবন্ত মানের ক্যাম্পের পঞ্জাবের মসনদ দখল সময়ের অপেক্ষা। এমনই ধারণা দিচ্ছে প্রাথমিক ট্রেন্ড।
10 Mar 2022, 08:53 AM IST
চমকোর সাহিবে চান্নি
ভোটগণনার মাঝে চমকোর সা𒆙হিꦗবে সপরিবারে পৌঁছলেন চরণজিৎ সিং চান্নি।
10 Mar 2022, 08:52 AM IST
শিরোমনি অকালি দলের পরিস্থিতি
মুকেরেন কেন্🌊দ্র থেকে এগিয়ে রয়েছে শিরোমনি অকালি দল।
10 Mar 2022, 08:46 AM IST
এগিয়ে সিধু
﷽অমৃতসর পূর্ব কেন্দ্র🃏 থেকে এগিয়ে রয়েছেন কংগ্রেসের নভজ্যোত সিং সিধু।
10 Mar 2022, 08:46 AM IST
ভোটগণনার ১ ঘণ্টা পার হতেই প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে
পঞ্জাব ভোটে প্রাথমিক ট্রেন্ড সামনে আসছে। সেখানে দেখা যাচ্ছে পঞ্জাবের বিভিন্ন আসনে এগিয়ে রয়েছেন আম আদমি পার্টির প্রার্থীরা। আর সেꦅদিক দিয়ে অনেকটাই পিছনে কংগ্রেস।
10 Mar 2022, 08:29 AM IST
গুরুদাসপুরে ভোট গণনার দৃশ্য
গুরুদাসপুরে শুরু হয়ে গিয়েছে ভো𒁏ট গণনার প্রথম পর্ব। সেখানে গণনা চলছে ব্য়ালটের।
10 Mar 2022, 08:04 AM IST
পোস্টাল ব্যালটের গণনা আগে
আগে পোস্টাল ব্যালটে𒅌র গণনা দিয়ে শুরু হয়ে গেল পঞ্জাবের ভোট গণনা প্রক্রিয়া।
10 Mar 2022, 08:02 AM IST
পঞ্জাবে শুরু ভোটগণনা
পঞ্জাবে 🐟শুরু হল ভোট গণনা। সেখানে একাধিক কেন্দ্রে কোভিড বিধি মেনে চলছে গণনা প্রক্রিয়া।
10 Mar 2022, 07:44 AM IST
ভোটগণনার সকালে ভগবন্ত মান
ভোটগণনার সকালে দেখা যাচ্ছে ভগবন্ত মান বেশ খোশ মেজাজেই রয়েছেন। সকালেই তিনি গিয়েছিলে𝓰ন গুরুদোয়ারায়।
২০১৭ সালে পঞ্জাব বিধানসভা নির্বাচনে🌺 অমরিন্দরের নেতৃত্বের তৎকালীন কংগ্রেস পেয়েছিল ৭৭ ✅টি আসন। আপ পেয়েছিল ২০ আসন। শিরোমণি অকালি দল পেয়েছিল ১৫ আসন, বিজেপির দখলে ছিল ৩ আসন।