তৃণমূলের প্রার্থী তালিকা নিয়ে অসন্তোষ সর্বত্রই। মনোনয়ন জমা দেওয়ার পরেও দলের অন্দরের অসন্🦹তোষ থামছেই না। বিভিন্ন জায়গায় প্রার্থী করা নিয়ে টাকা নেওয়ার অভিযোগ উঠেছে। এবার ৩০ লক্ষ টাকার বিনিময়ে প্রার্থী করার অভিযোগ উঠল পুরুলিয়া পুরসভায়। শুধু তাই নয়, মনোনয়ন জমা দেওয়ার পরেও রাতারাতি প্রার্থীর নাম বদলে অন্য কাউকে প্রার্থী করার অভিযোগে সরব হয়েছেন পুরসভার বেশ কয়েকটি ওয়ার্ডের তৃণমূল নেতা। এই অভিযোগ উঠেছে তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, দলের রাজ্য সম্পাদক শান্তিরাম মাহাতোর বিরুদ্ধে। যদিও নেতারা এই অভিযোগে💧র কথা অস্বীকার করছেন। তবে এর ফলে যথেষ্ট অস্বস্তিতে পড়েছে তৃণমূল।
দলের জেলা তৃণমূল সাধারণ সম্পাদক বিমান সরকার জেলার তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েছেন𓆉। তিনি বলেন, ‘নেতারা যেভাবে দল পরিচালনা করছে তাতে খুবই খারাপ লাগছে। আমরা প্রথম থেকে তৃণমূল করছি। দিদির আদর্শ দেখে আমরা তৃণমূল কংগ্রেস করছি। কিন্তু, তৃণমূলের পুরুলিয়া জেলা সভাপতি সৌমেন বেলথরিয়া, দলের রাজ্য সম্পাদক শান্তিরাম মাহাতোর পরিচালনায় দল চলছে। তাঁরা সুব্রত বক্💫সির সই করা প্রার্থী তালিকা পরিবর্তন করেছে টাকার বিনিময়ে।' তিনি অভিযোগ করেছেন 'এর জন্য তাঁরা প্রার্থী পিছু ৩০ লক্ষ টাকা নিয়েছেন'। ২২, ১৮ এবং ৪ নম্বর ওয়ার্ডে প্রার্থী বদল করার অভিযোগ তুলেছেন।
যেভাবে প্রার্থী তালিকা বদল করা হয়েছে তার জন্য আগামী দিনে তৃণমূল হারবে বলেই ক্ষোভ উগড়ে দিয়েছেন পুরুলিয়া শহর তಞৃণমূল যুব সভাপতি গৌরভ সিং। অভিমানের সুরে তিনি বলেন, ‘পুরুলিয়ার জেলা সভাপতি এবং অন্যান্য জেলা নেতৃত্ব আগামী দিনে তৃণমূলের হারের জন্য দায়ি থাকবেন।'
তৃণমূলের জেলা সভাপতি এই অভিযোগের কথা অস্বীকার করে জানিয়েছেন, ‘ব্যক্তিগতভাবে কে কী মন্তব্য করছে তা নিয়ে আমি কিছু বলতে চায় না। কারও এভাবে মন্তব্য করা উচিত নয়। যদি কারও কিছু বলার থাকে তাহলে দলের সঙ্গে 🍨কথা বলে সমস্যার সমাধান করা যেতে পারে।'