পাহাড়ে পৃথক গোর্খাল্যান্ডের দাবি দীর্ঘদিন ধরেই। পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে সেই দাবিতে প্রচারের ময়দানে নেমেছে রাজনৈতিক দলগুলি। বিজেপি সাংসদ রাজু বিস্তা পাহাড়ে স্থায়ী রাজনৈতিক সমাধানের দাবি জানিয়ে প্রচার চালাচ্ছেন পাহাড়ে। তবে ‘♊স্থায়ী রাজনৈতিক সমাধান কী, তাতে কী আছে?’ তাই নিয়ে প্রশ্ন তুললেন জিটিএ প্রধান তথা ভারতীয় গোর্খা প্রজাতান্ত্রিক মোর্চার প্রধান অনীত থাপা। তাঁর বক্তব্য, ‘পাহাড়বাসী আলাদা গোর্খাল্যান্ড চাই। অথচ সেখানে আলাদা রাজ্যের কথা বলা হচ্ছে না। বারবার স্থায়ী রাজনৈতিক সমাধানের কথা বলা হচ্ছে। কী আছে এই স্থায়ী রাজনৈতিক সমাধানে?’ তাই নিয়ে তিনি প্রশ্ন তোলেন।
আরও পড়ুন:বিধানসভায় অনিত থাপা–মুখ্যমন্ত্রী বৈঠক, চলতি মাসেই দার্জিলি⛦ং সফরে মমতা
গত শনিবার মংপু এলাকায় পঞ্চায়েত ভোটের প্রচারে যান অনীত। বিজেপি সাংসদের উল্লেখ করা স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে তিনি প্রশ্ন তোলেন। যা নিয়ে অস্বস্তিতে পড়েছে বিজেপি। অনীত থাপা বলেন, ‘পৃথক রাজ্য, গোর্খাল্যান্ড চাওয়ার প্রক্রিয়াটা ৩ দশক ধরে ভুল ছিল। সেই কারণেই তা বিশেষ এগোয়নি। এটা পুরোটাই কেন্দ্রের বিষয়।’ এরপরে তিনি স্থায়ী রাজনৈতিক সমাধান নিয়ে রাজু বিস্তাকে কটাক্ষ করেন। তিনি বলেন, ‘গত কয়েক বছর ধরে স্থায়ী রাজনৈতিক সমﷺাধান কথাটা শুনে আসছি। কী আছে এই রাজনৈতিক সমাধানে? সাংসদকে তা বলতে হবে।’ তি😼নি আরও বলেন, ‘তিনজন বিজেপি সাংসদ এ নিয়ে দিল্লিতে গিয়েছেন। ওরাই বলুক কী নিয়ে বৈঠক করলে বা কোন পথে মিলবে সমাধান।’
যদিও এ নিয়ে সরাসরি কোনও মন্তব্য করেননি বিজেপি সাংসদ। তবে তিনি বলেন, ‘অনেকে অনেক কিছু কথা বলছে। সেগুলি দুর্নীতি ঢাকা দেওয়ার চেষ্টা ছাড়া আর কিছুই নয়।’ শনিবার কার্শিয়াং বিধানসভায় প্রার্থীদের হয়ে প্রচার করেন রাজু বি🥂স্তা। সেখানে তিনি বলেন, ‘এমন এক পঞ্চায়েত ব্যবস্থা গড়তে হবে যেখানে কোনও দুর্নীতি থাকবে না, স্বজনপোষণ থাকবে না। কেন্দ্রীয় সরকারের যে সমস্ত প্রকল্প রয়েছে সেই সমস্ত♑ সুবিধা পাহাড়ে কার্যকর করতে হবে।’