পঞ্চায়েত ভোটে আলোচিত আসনগুলির মধ্🧔যে অন্যতম হল পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম। সেই নন্দীগ্রামে ১৭টি মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ৯টি গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে। অন্য দিকে তৃণমূলের দখলে ৮টি। অর্থাৎ বিজেপি এগিয়ে থাকলেও প্রায় ঘাড়ের কাছে এসে নিঃশ্বাস ফেলছে তৃণমূল।
ভোটের আগে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী দাবি করেছিলেন, ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে ১১টিতেই বিজেপির বোর্ড গঠন হবে। বাকি ৬টিতে ‘তৃণমূলমুক্ত’ বোর্ড গঠন হবে। তাঁর এই দাবি যে পূরণ হচ্ছে না তা সন্ধে পর্যন্ত পাওয়া ফলে পরিষ্কার। আবার শাসকদলের কাছে এই ফল মোটেই সুখরক নয়♈। কার🍎ণ, ২০১৮ সালের পঞ্চায়েত ভোটে নন্দীগ্রামের ১৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্যে সব কটিই দখল করেছিল তৃণমূল। এবার কিন্তু সেখানে বোর্ড গঠনের নিরীখে এগিয়ে রয়েছে বিজেপি। সেক্ষেত্রে শুভেন্দু তাঁর দাবি পূরণ না করতে পারলেও শাসকদলকে রীতিমতো চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন।
(পড়তে পারেন। বিজেপির উত্তুরে হাওয়া এখন উধাও, পঞ্চাꩵয়েত 𝐆নির্বাচনের ফলাফলে হতাশ নেতারা)
নন্দীগ্রাম ১ ব্লকে গ্রাম পঞ্চায়েতের সংখ্যা মোট ১০টি। এর মধ্যে ৫টি পঞ্চায়েতে জয়ী বিজেপি, বাকি ৫টিতে জয়ী তৃণমূল। নন্দীগ্রাম ২ ব্লকের ৭টি গ্রাম পঞ্চায়েতের মধ্য়ে ৪টিতে জয়ী বিজেপি, বাকি ৩টিতে তৃণমূল। শুভেন্দু অধিকারীর নিজের ভোটকেন্দ্র নন্দীগ্রামের ননꦺ্দনায়কবাড়ে। সেখানেও ৭৭ নম্বর বুথে জিতেছেন বিজেপি প্রার্থী রুম্পা দাস।