রাস্তার ব্যালট পেপার পড়ে কেন? তা জানতে চেয়ে জাঙ্গিপাড়ার বিধায়ককে তলব করলেন বিচারপতি অমৃতা সিনহা।ඣ আগামী বৃহস্পতিবার তাঁকে আদালতে হাজির থাকতে বলা হয়েছে। এছাড়া ওই বুথে যারা দায়িত্বে ছিলেন তাঁদের নামের তালিকা চেয়েছেন প্রধান বিচারপতি।
মঙ্গলবার জাঙ্গিপাড়ার ডিএন হাইস্কুলে গণনার সময় রাস্তা থেকে একগুচ্ছ ব্যালট পেপার উদ্ধার হয়। সিপিএমের অভিযোগ, ওই ব্যালটপেপা♏রগুলি তাদের পক্ষে পড়া ভোটের ব্যালট। রাস্তায় ফেলে দেওয়া হয়েছে। প্রায় কয়েকশ ব্যালট উদ্ধার হয় রাস্তার পাশ থেকে। সিপিএমের প্রতীকে ছাপ মারা ꦑব্যালটগুলিতে প্রিসাইডিং অফিসারেরও সই ছিল। এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন সিপিএম প্রার্থী।
(পড়তে পারেন। Panchayat election result 2023: প্রথমবা💝র ভোটে লড়ে বড় সাফল্য কুড়মিদের, সামাজিক প্রকল্পের ভরে জেলার রাশ TMC-র)
শুনানির সময় তিনি বিচারপতিকে ব্যালট পেপারগুলি দেখান। সেই সময় বিচারপতি সিনহা প্রশ্ন তোলেন, কী করে প্রিসাইডিং অফিসারের সই করা ব্যালটগুলি রাস্তায় গেল? কেনই বা সেগুলি রাস্তায় পড়েছিল? তিনি স্থানীয় বিডিওর কাছে এর উত্তর চেয়ে বৃহস্পতিবার দুপুর꧟ ২টো নাগাদ আদালতে হাজিরা দিতে বলেন।
এর সঙ্গ যাঁরা ওই ভোট কেন্দ্র পরিচালনার দায়িত্বে 𓄧ছিলেন তাঁদের নামের তালিকা চেয়ে পাঠানো হয়েছে। ওই দিন সেই নামের তালিকা কোর্টে জমা দিতে হবে। এ ছাড়া গণনা কেন্দ্রের সিসিটিভি ফুটেজও দেখতে চেয়েছেন বিচারপতি সিনহা। বৃহস্পতিবার এই মামলার পরবর্তী শুনানি রয়েছে।
বুধবার অন্য একটি জনস্বার্থ মামলায় কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, জয়ী প্রার্থীদের ভবিষ্যৎ নির্ভর করবে এই মামলার ভবিষ্যতের উপর। আদালত তা অবিলম্বে কমিশনকে জানানোর নির্দেশ দিয়েছে। ভোটে অশান্তিতে রাজ্যের ভূমিকা নিয়েও সবর হয়েছে আদালত। এ বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য, ‘রাজ্য যদি নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারে তা হলে সেটি গুরুত্বপূর্ণ হিসাবে নোট করবে আদালত।’এ বিষয়ে প্রধান বিচারপতির মন্তব্য, ‘রাজ্য যদি নিজের নাগরিকদের সুরক্ষা দিতে না পারে তা হলে সেটি গুরুত্বপূর্ণ হিসাবে নোট করবে আদালত।’ (বিস্তারিত পড়ুন।)