পঞ্চায়েত ভোটের মগডালে উঠে ꧅বসে পড়ল তৃণমূল কংগ্রেস। বহু পিছনে পড়ে থাকল বিজেপি। সেটা পঞ্চয়েত সমিতি হোক বা গ্রাম পঞ্চায়েত হোক বা জেলা পরিষদ- তৃণমূলের সহস্র যোজন পিছনে আছে গেরুয়া শিবির। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী (আপাতত যতটা ফলাফল বেরিয়েছে), এবারের পঞ্চায়েত ভোট একটিই সান্ত্বনা পুরস্কার পেয়েছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা- বামেদের জায়গায় দ্বিতীয় স্থান ধরে রেখেছেন তাঁরা। তারইমধ্যে পঞ্চায়েতের ফলাফল থেকে একটি বিষয় স্পষ্ট হয়ে গিয়েছে যে জোট করে লড়াই করলে বিজেপিকে লড়াই দিতে পারবে বাম ও কংগ্রেস।
(WB Panchayat Election Result 2023 Live Updates: পঞ্চায়েত ভোটের লাইভ আপডেট🀅 দেখুন)
পঞ্চায়েত ভোটের ফলাফলের আপডেট (নির্বাচন কমিশনের তথ্য)
— জেলা পরিষদ: সকাল ন'টা পর্যন্ত ২০৮টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ২৫৬টি আসনে। বিজেপি চারটি আসনে জিতেছে। সাতটি আসনে এগিয়ে আছে। বামেরা পাঁচটি আসনে এগিয়ে আছে। কংগ্রেস চা𒈔রটি আসনে এগিয়ে আছে। একটি আসনে টাই আছে।
— গ্রাম পঞ্চায়েত: বুধবার সকাল ন'টার আপডেট অনুযায়ী, ৩২,৬২⛎৯টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ১,১৩৮টি আসনে এগিয়ে আছে। বিজেপি জিতেছে ৮,৯২৬টি আসনে। ২৮৪টি আসনে এগিয়ে আছে। বামেরা ২,৮৬২টি আসনে জিতেছে। এগিয়ে আছে ১৮৬টি আসনে। কংগ্রেস জিতেছে ২,৩৪১টি আসনে। ১০৩টি আসনে এগিয়ে আছে। অন্যান্যরা জিতেছে ৮০৪টি আসনে। ১৬টি আসনে এগিয়ে আছে। ১,৯২৭টি আসনে জিতেছে নির্দলরা। এগিয়ে আছে ৫৬টি আসনে। ৫০৭টি টাই আছে।
— গ্রাম পঞ্চায়েত: তৃণমূল কংগ্রেস জিতেছে ২৯,৬৬৫টি আসনে। ১,৫২৭টি আসনে এগিয়ে আছে। ৮,০২১টি আসনে জিতেছে বিজেপি। ৪০৬টি আসনে এগিয়ে আছে। বামেরা ২,৫৭২টি আসনে জি🐼তেছে। ২৫৮টি আসনে এগিয়ে আছে। কংগ্রেস জিতেছে ২,০৯৪টি আসনে। ১৩১টি আসনে এগিয়ে আছে। অন্য𝓀ান্যরা ৭৪৬টি আসনে জিতেছে। ২২টি আসনে এগিয়ে আছে। ১,৭২৬টি আসনে জিতেছে নির্দলরা। ৮৮টি আসনে এগিয়ে আছে।
— পঞ্চায়েত সমিতি: ২,১৫৫টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ৪৯৩টি আসনে এগিয়ে আছে। ২১৪টি আসনে জিতে গিয়েছে বিজেপি। ১১৩টি এগিয়ে আছে। বামেরা ৪৯টি আসনে জিতেছে। ৫০টি আসনে এগিয়েছে বাম🥀েরা। অন্যান্যরা ৮২টি আসনে জিতেছে। ১৩টি এগিয়ে আছে। ৫৮টি আসনে জিতেছে নির্দলরা। ১৭টি আসনে এগিয়ে আছে।