🏅 অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেরা তো বটেই। তৃণমূল কংগ্রেসের কাছে দক্ষিণ ২৪ পরগনার মাহাত্ম্য অপরিসীম। কারণ ১৫ বছর আগে এই জেলা থেকেই ভোটবাক্সে পরিবর্তনের ঝড় উঠেছিল। যে বৃত্ত ২০১১ সালে সম্পূর্ণ হয়েছিল। আর সেই জেলায় ২০২৩ সালের পঞ্চায়েত ভোটে তৃণমূলের সামনে দাঁড়াতেই পারল না বিরোধীরা। জেলা পরিষদ, গ্রাম পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতি- সর্বত্র সবুজ ঝড় উঠেছে। তবে সেই জয়ে একটাই চোনা হয়ে থাকবে, সেটা হল ভাঙড়। 💎কারণ ভাঙড়ে জোরদার ধাক্কা খেয়েছে তৃণমূল।
(WB Panchayat Election Result 2023 Li💛ve Updates: পঞ্চায়েত ভোটের লাইভ আꦉপডেট দেখুন)
দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত ভোটে টাটকা আপডেট
— জেল💮া পরিষদ: সকাল ন'টার আপডেট অনুযায়ী, ৩৪টি আসনে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ৩২টি আসনে জিতে গিয়েছে। অর্থাৎ ৮৫টি আসনের মধ্যে ইতিমধ্যে ৬৬টি আসনে জয়ের পথে তৃণমূল। এখনওꦆ বিরোধী কোনও দল খাতা খুলতে পারেনি।
— পঞ্চায়েত সমিতি: ৩৩৬টি আসনে জিতেছে ত🏅ৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ১৯টি আসনে। ১১টি আসনে জিতেছে বিজেপি। ছ'টি আসনে এগিয়ে আছে। ছ'টি আসনে জিতেছে বামেরা। দুটি আসনে এগিয়ে আছে। দুটি আসনে জয়ী হয়েছে কংগ্রেস। অন্যান্যরা তিনটি আসনে জিতে গিয়েছে। একটি আসনে এগিয়ে আছে। নির্দলরা তিনটি আসনে জিতেছে। দুটি আসনে এগিয়ে আছে।
— জেলা পরিষদ: ১৪টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ১৬টি আসনেꦺ এগিয়ে আছ🃏ে। বিজেপি একটি আসনে এগিয়ে আছে। একটি আসনে টাই আছে।
— গ্রাম পঞ্চায়েত: ৩,৩১৫টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ১০২টি আসনে এগিয়ে আছে। বিজেপি ৪৫৭টি আ👍সনে জিতেছে। ছ'টি আসনে এগিয়ে আছে। বামেরা ২০৮টি আসনে জিতেছে। ১৫টি আসনে এগিয়ে আছে। ৪৮টি আসনে জিতেছে কংগ্রেস। চারটি আসনে এগিয়ে আছে। ১১৬টি আসনে জিতেছে নির্দল। পাঁচটি আসনে এগিয়ে আছে। ১৬৬টি আসনে জিতেছে নির্দলরা। ১০টি আসনে এগিয়ে আছে। ৪৭টি আসনে টাই হয়েছে।
– দক🎐্ষিণ ২৪ পরগনায় ছ'টি জেলা পরিষদ ꦏআসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। সাতটি আসনে এগিয়ে আছে।
– তৃণমূল কংগ্রেস বিধায়ক আরাবুল ইসলামের গ্রাম পোলেরহাট ২-তꦬে হারের মুখে পড়ল শাসক দল। ২৩টি আসনে জিতেছে আইএসএফ এবং জমিরক্ষা কমিটি। একটি আসনে জিতেছে তৃণমꦉূল।
– আপাতত ১,৪১১টি আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস। ১২৯টি এগিয়ে আছে। বামেরা ৭৯টি আসনে জিতেছে। ১২টি আসনে এগিয়ে আছে। ১৭৬টি আসনে জিতেছে বিজেপি। ১৮টি আসনে এগিয়ে আছে গেরুয়া শিবির। ২১টি আসনে জিতেছে কংগ্রꦰেস। একটি আসনে এগিয়ে আছে। ৩৩টি আসনে জিতেছে অন্যান্যরা। এগিয়ে আছে তিনটি আসনে। ৬৩টি আসনে জিতেছে নির্দলরা। সাতটি আসনে এগিয়ᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚে আছে। টাই হয়েছে ৩৮টি আসনে।
– দুপুর একটার ট্র🌳েন্ড অনুযায়ী, ৮৭১টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। এগিয়ে আছে ১৩৭টি আসনে। বিজেপি এগিয়ে আছে ২১টি আসনে। জিতে গিয়েছে ১০২টি আসনে। বামেরা ১৬টি আসনে এগিয়ে আছে। ৩৫টি আসনে জিতে গিয়েছে। কংগ্রেস ১৩টি আসনে জিতেছে। দুটি আসনে এগিয়ে আছে। অন্যান্যরা জিতে গিয়েছে ১৪টি আসনে। চারটি আসনে এগিয়ে আছে। ৩৯টি আ🍬সনে জিতে গিয়েছে নির্দলরা। এগিয়ে আছে ছ'টি আসনে। ৪৯টি আসনে টাই হয়েছে।
— সকাল ১১টার ট্রেন্ড অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় ৩১৮টি আসনে জিতে গিয়েছে তৃণমূল কংগ্রেস। ১৫০টি আসনে এগিয়ে আছে ঘাসফুল শিবির। বিজেপি জিতেছে ৩৪টি আসনে। ২৩টি আসনে এগিয়ে আছে। তিনটি আসনে জিতেছে কংগ্রেস। দুটি আসনে এগিয়ে আছে হাত শিবির। অন্যান্যরা দুটি আসনে꧃ জিতেছে। ছ'টি আসনে এগিয়ে আছে। ১২টি আসনে জিতেছে নির্দলরা। এগিয়ে আছে ১২টি আসনে।
— এবার পঞ্চায়েত ভোটে সবথেকে বেশি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় এসেছে দক্ষিণ ২৪ পরগনা। পুরো রাজ্যে সার্বিকভাবে যেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জেতা আসনের হার ১২.১৯ শতাংশ, সেখানে দক্ষিণ ২৪ পরগনায় সেই হার ঠেকেছে ২৬.৬২ শতাংশে। সেই জেলায় পঞꦯ্চায়েত ভোটের ফলাফল কীরকম হচ্ছে? বিজেপি এবং বামেরা কি মাথা তুলতে পারল নাকি? সর্বভার🔜তীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ডেরায় একচ্ছত্র আধিপত্য বজায় রাখল তৃণমূল কংগ্রেস?
দক্ষিণ ২৪ পরগনার পঞ্চায়েত ভোটে আসন সংখ্যা
রাজ্য নির্বাচন কমিশনের তথ্🙈য অনুযায়ী, দক্ষিণ ২৪ পরগনায় মোট গ্রাম পঞ্চায়েতের সংখ্যা ৬,৩৮৩। ১,৭৬৭টি আসনে ভোট হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গিয়েছেন প্রার্থীরা। পঞ্চায়েত সমিতিতে মোট আসনের সংখ্যা ৯৩৬। বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৩৩টি আসনে ফয়সালা হয়ে গিয়েছে। জেলা পরিষদে মোট আসনের সংখ্যা ৮৫। ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় আটটি আসনে ফয়সালা হয়েছে।