ভাঙড়ে আরাবুলের গ্রামেই হেরে গেল 🌳তৃণমূল কংগ্রেস। প্রাক্তন তৃণমূল বিধায়কের নিজের গ্রাম পোলার হাট ২-এ হেরে গিয়েছে শাসকদল। পোলারহাট ২ গ্রাম পঞ্চায়েতে মোট ২৪ টি আসনের মধ্যে শেষ খবর পাওয়া পর্যন্ত ১৬টি আসনের ফল ঘোষণা হয়েছে। এর মধ্যে ১৫টিতে জিতেছে আইএসএফ এবং জমি রক্ষা কমিটি জোট। বাকি ১ টি জিতেছে তৃণমূল। এই হারের খবর সামনে আসতেই গণনাকেন্দ্র ছেড়ে বেরিয়ে যান আরাবুল।
(পঞ্চায়েত নির্বাচনের সব লাইভ আপডেট: WB Panchayat Election Result 2023 Live: সিপিএমের টিকিটে জিতে গণনা কেন্দ্রে💫ই দল বদলে তৃণমূলে জয়ী🐲 প্রার্থী)
পরে তিনি কার্যত হার স্বীকার করে নিয়ে সাংবাদিকদের বলেন,'পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েত ছাড়া বাকি ৯টি পঞ্চায়েতেই তৃণমূল বোর্ড গঠন করবে। একটা আমার হের🤪েছি। দুটো, চারটে, পাঁচটা ভোটে হার। হতেই পারে।'
প্রসঙ্গত, এর আগে পোলেরহাট ২ গ্রাম পঞ্চায়েতে মোট আসন সংখ্যা ছিল ১৮। এবারে তা বেড়ে হয় ২৪। এবার সব আসন🐭ে প্রার্থী দিয়েছিল জমি রক্ষা কমিটি আইএসএফ জোট। ঘোষিত ১৬টির মধ্যে ১৫টি তাদের দখলে গিয়েছে।
২০২৬ সালে ভাঙড়ে পাওয়ার গ্রিড বিরোধী আন্দোলকে কেন্দ্র করে তৈরি হয় জীবন, জীবিকা ও বাস্তুতন্ত্র কমিটি। গতবারও পঞ্চায়েত নির্বাচনে প্রার্থীদের। সেবার তাদের মনোনয়ন পেশে বাধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। পরে তারা হাইকোর্টে নির্দেশে হোয়াটসঅ্যাপের মাধ্যমে মনোনয়ন দাখিল করে। এবার অবশ্য ওই এলাকায় কোনও অভিযোগ ওঠেনি꧑।