আজ, সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। আর যেসব জায়গায় শান্তিপূর্ণ নির্বাচন হয়েছে সেখানকার ൲ব্যালট বাক্স গণনাকেন্দ্রে পৌঁছে গিয়েছে। কিন্তু সিপিএম অভিযোগ করেছে, ব্যালট বাক্সের মুখ আগেই খোলা হয়েছে। এমনকী এই ঘটনার একটি ভিডিয়ো পোস্ট করেছেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। আগামীকাল, মঙ্গলবার পঞ্চায়েত নির্বাচনের ফলাফল প্রকাশিত হবে। তার আগে এমন অভিযোগ তুলে দেওয়ায় আলোড়ন পড়ে গিয়েছে।
ঠিক কী দেখা যাচ্ছে ভিডিয়ো–তে? সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম একটি ভিডিয়ো টুইটারে পোস্ট করেছেন। যা যাচাই করে দেখেনি 🥀হিন্দুস্তান টাইমস বাংলা ডিজিটাল। সেই ভিডিয়ো পোস্ট করে তিনি লিখেছেন, ‘সিঙ্গুর ডিসিআরসি দফতরে জনগণ পাহাড়া দিচ্ছে। লুট এখনও করা হয়নি। তবে সিল করা ব্যালট বাক্স খোলার চেষ্টা ধরা পড়েছে। পোলিং অফিসারের কাছে কোনও জবাব নেই। রুল বুক মেনে চলার কথা বলা হয়েছে। অফিসাররা কেবল কালীঘাটের নির্দেশ মেনে চলে।’ এই ভিড♔িয়ো’য় দেখা গিয়েছে, সিঙ্গুরের বৈঁচিপোতা গ্রাম পঞ্চায়েতের কালিয়াড়া প্রাথমিক বিদ্যালয়ে রাখা ব্যালট বাক্সের কাপড়ের মুখ খোলা। আর তা নিয়েই অভিযোগ সেলিমের।
আর কী অভিযোগ সিপিএমের? এই ঘটনা নিয়ে জোর শোরগোল তোলা হয়েছে। আর সিপিএমের হুগলি জেলা সম্পাদকমন্ডলীর সদস্য সৌমিত্র চট্টোপাধ্যায় সংবাদমাধ্যমে বলেন, ‘রাত ১১টা নাগাদ কালিয়াড়া ৫৮ নম্বর স্টেশনের ব্যালট বাক্স কাউন্টারে আসে। এই বুথে সিপিএমের শক্তি স্বাধীনতার সময় থেকে অটুট। ﷺসেখানে আমরা দেখলাম এই ব্যালট বাক্সের উপরের কাপড়ের যে সিল তা কাটা। প্রতিবাদ করার পর পুনরায় সিল করা হয়। নির্বাচনে জালিয়াতির কথা আমরা শুরু থেকে বলে আসছি।’
আরও পড়ুন: ‘ভা🐻রত–পাকিস্তানের যুদ্ধ হলে কাকে খারাপ বলবেন?’ নির্বাচনে সন্ত্রাস নিয়ে মন্তব্য উদয়নের
ঠিক কী বলছে তৃণমূল কংগ্রেস? সিপিএমের এই অভিযোগকে মিথ্যা বলেছেন সিঙ্গুর ব্লকꦗ তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি গোবিন্দ ধারা। তাঁর কথায়, ‘সোশ্যাল মিডিয়ায় ভিডিয়ো’র বিষয়ে আমি জানি না। কোনও ভুল হলে তার জন্য কোনও রাজনৈতিক দল দায়ী নয়। ওটা ভোট কর্মীদের বিষয়। সিঙ্গুরে সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে। কোনও অশান্তি হয়নি। সিপিএম থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে। তাই এমন অভিযোগ করছে।’ আর সিঙ্গুর ব্ಞলক প্রশাসন সূত্রে খবর, ভোট কর্মীদের থেকে ব্যালট বাক্স বুঝে নেবার সময় ব্যালট বাক্সের কাপড় খুলে গিয়েছিল। বাক্সের সিল খোলা ছিল না।