আজ, সোমবার ১৯টি জেলার ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। আর এই পুনর্নির্বাচনের আগের রাতেও খুনের ঘটনা ঘটল বাংলায়। আজ সোমবার সকাল ৭টা থেকে বিকেল ৫টা পর্যন্ত স🐎ম্পূর্ণ কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তায় রাজ্যে পুনর্নির্বাচন শুরু হয়েছে ৬৯৬টি বুথে। তবে তার আগে মুর্শিদাবাদের রানিনগরে প্রাণ গেল এক তৃণমূল কংগ্রেস কর্মীর। শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন ভোট দিয়ে ফেরার সময়ই আক্রান্ত হয়েছিলেন তিনি। আর রবিবার মাঝরাতে হাসপাতালে তাঁর মৃত্যু হয়েছে। সোমবার সকাল থেকেই এখানে শোকের ছায়া নেমে এসেছে।
রাজ্যে মোট ৬৯৬টি বুথে পুনর্নির্বাচন হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে কিছু জেলা থেকে সন্ত্রাসের অভিযোগ ওঠায় পুনর্নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য নির্বাচন কমিশন। সেক্ষেত্রে এ🌃টা দ্বিতীয় দফার পঞ্চায়েত নির্বাচন। এবারও কেন্দ্রীয় বাহিনীর ঘেরাটোপে নির্বাচন হচ্ছে বলে জানিয়েছেন রাজ্য নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এই পুনরায় নির্বাচনের আবহে রানিনগরের কাতলামারী এলাকায় খুন হন তৃণমূল কংগ্রেস কর্মী সিজারুল শেখ (৩৫)। দুষ্কৃতীদের হামলায় আশঙ্কাজনক অবস্থায় রবিবার রাতে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি থাকাকালীন তাঁর মৃত্যু হয়। মৃতের পরিবার কংগ্রেসের বিরুদ্ধে খুনের অভি𒆙যোগ তুলেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
বিষয়টি ঠিক কী ঘটেছিল? স্থানীয় সূত্রে খবর, এদিকে শনিবার পঞ্চায়েত নির্বাচনের দিন সিজারুল ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন। তখন তাঁকে লাঠি–বাঁশ দিয়ে বেধড়🦄ক মারধর করা হয় বলে পরিবারের অভিযোগ। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এখন মুর্শিদাবাদে সবচেয়ে বেশি সন্ত্রাস হওয়ায় সেখানের বেশিরভাগ বুথে পুনর্নির্বাচন হচ্ছে। কংগ্রেসের বিরুদ্ধে বল্গাহীন সন্ত্রাসের অভিযোগ উঠেছে। আর দেখা যাচ্ছে যতজন মারা গিয়েছেন তার মধ্যে তৃণমূল কংগ্র♏েস কর্মীর সংখ্যা সব থেকে বেশি।
আরও পড়ুন: গণনার একদিন আগেই ব্যালট বাক্সের সিলಞ খোলা হয়েছে, অভিযোগ তুললেন মহম্মদ সেলিম
আর কী জানা যাচ্ছে? অন্যদিকে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন থাকাকালীন অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কলকাতায় স্থানান্তরিত করতে হয়। তারপর নিজেরাই তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলে রবিবার সকালে কংগ্রেস অবরোধ করে ৩৪ নম্বর জাতীয় সড়ক। ফলে যান চলাচল আটকে যায়। আর তার জেরে সিজারুলের অ্যাম্বুলেন্সও আটকে পড়ে। তখন আবার ফিরে আসতে হয় মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। কিন্তু সেখানেই মাঝরাতে তাঁর মৃত্যু হয়। আজ যখন মুর্শ🌊িদাবাদে পুনর্নির্বাচন হ💫চ্ছে তখন শোকের ছায়া নেমেছে সিজারুলের বাড়িতে।