বাংলা নিউজ > ভোটযুদ্ধ > গ্রামের লড়াই > ISF-Police clash in Bhangar: রক্তস্নাত ভাঙড়ে মৃত্যুমিছিল, পঞ্চয়েত গণনার হিংসায় ১ ISF কর্মী সহ মৃত অন্তত ৩
রাত থেকেই অশান্ত ভাঙড়। জেলা পরিষদের ভোট গণনা ঘিরে উত্তেজনা ছড়ায় গণনা কেন্দ্রে। এই আবহে পুলিশের সঙ্গে সংঘর্ষ বাধে আইএসএফ কর্মীদের। রাতে বোমাবাজির ঘটনা ঘটে এলাকায়। পালটা কাঁদানে গ্যাসের শেল ফাটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে পুলিশও। এরই মাঝে জখম হন পুলিশের আধিকারিকরাও। আর এবার আইএসএফ-এর তরফে দাবি করা হল, পুলিশের সঙ্গে সংঘর্ষে জখম হয়ে মৃত্যু হয়েছে তাঁদের এক কর্মীর। মৃতের নাম হাসান আলি, বয়স ২৬ বছর। কলকাতার আরজি কর হাসপালে নাকি তাঁর মৃত্যু হয়েছে। এছাড়া আরও দুই যুবকের মৃত্যু হয়েছে গতরাতের হিংসায়। তাদের একজনের নাম রাজু মোল্লা। অপরজনের নাম নিজামুল গাজি। এই নিজামুলও আইএসএফ কর্মী বলে দাবি করা হয়েছে। (পঞ্চায়েত নির্বাচনের ফল সংক্রান্ত যাবতীয় খবর এবং লাইভ আপডেট জানতে ক্লিক করুন এখানে)