নন্দীগ্রামে সেই ১,৯৫৬-র 'যন্ত্রণা' কি কাটিয়ে দিল ২০২৩ সালের পঞ্চায়েত ভোট? তেমনটাই বলছেন তৃণমূল কংগ্রেস নেতারা। যদিও তৃণমূল নেতাদের দাবি, ১,৯৫৬-র কোনও 'যন্ত্রণা' কোনওদিন ছিল না। বরং শুভেন্দু অধিকারীদের ‘লোডশেডিং’ চক্রান্তের জন্🔯য ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে ১,৯৫৬ ভোটে হেরে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁরা দাবি করেছেন, পঞ্চায়েত ভোটে বিজেপির সেই ‘লোডশেডিং’ চক্রান্তের জবাব দিল নন্দীগ্রাম। কারণ সেখানে জেলা পরিষদে𒐪র ফলাফল অনুযায়ী, সেখানে ১০,৪৫৭ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। শুভেন্দুকে চরম কটাক্ষ করেছেন রাজ্য তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষও।
বুধবার টুইটারে কুণাল লেখেন, ‘নন্দীগ্রামে সিপিএম বিজেপির ভোটকাটুয়া দালালি করেছে। নন্দীগ্রাম ওয়ানে তিনটি জেলা পরিষদ আসনেই তৃণমূল কংগ্রেস জয়ী▨। নন্দীগ্রাম টু'তে দুটি আসনে আমরা সামান্য ভোটে হেরেছি। আর নিজেরা তৃতীয় হয়ে নামমাত্র ভোট পেলেও ওইটুকু কাটার জন্য বিজেপির লাভ। বিজেপির দুই ভাই; সিপিএম আর কংগ্রেস আই।’ সেইসঙ্গে শুভেন্দুকে আক্রমণ শানিয়ে কুণাল বলেন, ‘বিগ ব্রেকিং: নন্দীগ্রামে জেলা পরিষদের ফলাফলের নিরিখে ১০,৪৫৭ ভোটে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। তাই লোডশেডিং বিধায়ক (শুভেন্দু) যে বিকৃত গল্প ছড়িয়েছিলেন, সেটা পুরোপুরি খারিজ হয়ে যাচ্ছে এবং তা কাগজের আবর্জনা বাক্সে ফেলে দেওয়া হয়েছে।’
উল্লেখ্য, ২০২১ সালꦰে বিধানসভা নির্বাচনে নিজের আসন ভবানীপুর থেকে লড়েননি মমতা। বরং নন্দীগ্রামে শুভেন্দুর ডেরায় ভোটে দাঁড়িয়েছিলেন। সেই লড়াইয়ে প্রাথমিকভাবে খবর ছড়িয়েছিল যে মমতা জিতে গিয়েছেন। যদিও পরবর্তীতে সরকারিভাবে নির্বাচন কমিশনে তরফে জানানো হয়েছিল যে শুভেন্দু ১,৯৫৬ ভোটে জয়ী হয়েছেন। তারপর থেকেই '১,৯৫৬' সংখ্যা নিয়ে মমতাকে কটাক্ষ করেন শুভেন্দু। তিনি যে মুখ্যমন্ত্রীকে হারিয়েছেন, সেটা নিয়ে খোঁচা দিতে ছাড়েন না। নন্দীগ্রামে হেরে যাওয়ায় মমতাকে ‘কম্পার্মেন্টাল মুখ্যমন্ত্রী’ হিসেবেও কটাক্ষ করেন।
সেই পরিস্থিতিতে পঞ্চায়েত ভোটে একেবারে মরিয়া হয়ে ঝাঁপায় তৃণমূল। ২০২১ সালের বিধানসভা ভোটে পরাজয়ের পর প🎶্রথমবার ভাগ্যপরীক্ষায় জিততে কোনও কসুর ছাড়েনি। দায়িত্ব দেওয়া হয়েছিল কুণালকে। আর পঞ্চায়েত ভোটের গণনার মধ্যেই শুভেন্দুকে আক্রমণ করে কুণাল স্পষ্ট করে দেন, ‘১৯৫৬’-র শোধ তুলল ‘১০,৪৫৭’। যদিও বিষয়টি নিয়ে আপাতত সরাসরি কোনও মন্তব্য করেননি পশ্চিমবঙ্গ বিধানসভা বিরোধী দলনেতা শুভেন্দু। তবে সার্বিকভꦑাবে শুভেন্দু দাবি করেছেন যে রাজ্যে তো ঠিকভাবে ভোট হয়নি। তাই মানুষের প্রকৃত রায় বোঝা যাবে না।