দেবব্রত মোহান্তি
বুধবার রাতে ওড়িশার গঞ্জাম জেলায় বিজেপি ও বিজু জনতা দলের (বিজেডি) কর্মীদের মধ্যে সংঘর্ষে এক বিজেপি কর্মীকে কুপিয়ে খুন করা হয়েছে। বিজেপির আরও অন্তত সাতজ🌺ন এবং বিজেডির আরও চারজন আহত হয়েছেন। তাদের হাসপাতালে চিকিৎসার ব্যবস্থা করতে হয়। পুলিশ জানিয়েছে, এই ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনায় রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে।
অন্য একটি ঘটনায় বৃহস্পতিবার একই জেলার পোলাসারা বিধানসভা কেন্দ্রে ৩০ বছর বয়🌳সী এক বিজেডি কর্মীকে তার প্রতিপক্ষরা গুলি করে। তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়ꦚেছেন চিকিৎসকরা।
নিহত বিজেপি কর্মীর নাম দিলীপ পাহান এবং গুলিবিদ্ধ বিজেডি কর্মীর নাম তোতাসাহি গ্রামের গণি খাতেই। তার মাথা ঘে💛ঁষে꧟ গুলি বেরিয়ে যায়। অল্পের জন্য রক্ষা পান তিনি।
বুধবার রাতে গঞ্জাম জেলার খাল্লিকোট থানার অন্তর্গত কৃষ্ণ শরণপুর গ্রামে পাহান ও অন্যান্য বিজেপি কর্মীরা দলীয় প্রার্থী পূর্ণ চন্দ্র ꦯশেঠির নির্বাচনী প্রচারমূলক পোস্টার সাঁটানোর সময় বিজেডি কর্মীরা তাকে তরোয়াল দিয়ে আক্রমণ করে এবং বিজেপি কর্মীরা পাল্টা জবাব দেয়। পাহান তার আঘাতের জেরে মারা যান এবং অন্য এক বিজেপি কর্মীকে ভুবনেশ্বর এইমসে স্থানান্তরিত করা হয়।
হিংসার নিন্দা করে মুখ্যমন൩্ত্রী নবীন পট্টনায়ক শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ꦍজানিয়েছেন। টুইটে নবীন পট্টনায়ক লেখেন, 'আমি নিশ্চিত পুলিশ এই জঘন্য অপরাধের অপরাধীদের বিরুদ্ধে কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেবে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান টুইট করে বলেছেন, ক্ষমতাসীন বিজেডি নির্বাচনে হেরে যাওয়ার ভয়ে হিংসা ছ📖ড়াচ্ছে। গণতন্ত্রে হিংসার কোনও স্থান নেই। সম্বলপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বী প্রধান বলেন, আগামী ২০, ২৫ ও ১ জুন ভোটের সময় মানুষ তাদের যোগ্য জবাব দেবেন।
সোমবার রাতে বহরমপুরের বিজেপꦉি সাংসদ প্রার্থী প্রদীপ পানিগ্রাহীকে মারধর করেন নির্দল প্রার্থী শিবশঙ্কর দাশ। মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েকের একদা প্রধান সহযোগী পানিগ্রাহী বিজেডি থেকে বহিষ্কৃত হওয়ার এক বছরেরও বেশি সময় পরে গত মাসে বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং বহরমপুর লোকসভা কেন্দ্রে দলীয় টিকিট পেয়েছিলেন।
পানিগ্রাহীর পাঁজরের খাঁচায় চিড় ধরায় তাঁকে ভুবনেশ্বরের এইমস🥃ে স্থানান্তরিত করা হয়, যেখানে তাঁকে কার্ডিওথোরাসিক বিভাগে ভর্তি করা হয়। ভারতীয় দণ্ডবিধির খুনের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করার পরে পুলিশ দাশকে গ্রেপ্তার করেছিল। দাশ পানিগ্রাহীর বিরুদ্ধে পাল্টা মামলাও দায়ের করেছিলেন।