Himachal Pradesh Bypoll: হিমাচলে ধসে যেতে পারে কংগ্রেস সরকার, উপনির্বাচনের এক্সিট পোলে গেরুয়া ইঙ্গিত! Updated: 02 Jun 2024, 10:46 PM IST Satyen Pal Share হিমাচল প্রদেশেও কি গেরুয়া ঝড়? উপনির্বাচনের এক্সিট পোলে কংগ্রেসের জন্য মন খারাপের খবর। 1/4একে তো দেশ জুড়ে গেরুয়া ঝড়ের পূর্বাভাস। খড়কুটোর মতো কি উড়ে যাবে ইন্ডিয়া জোট? তা নিয়ে নানা জল্পনা। তার মাঝে হিমাচলপ্রদেশ নিয়ে বিরাট দুঃসংবাদ কংগ্রেসের কাছে। হিমাচল প্রদেশের উপনির্বাচন শেষ হয়েছে। (ANI Photo) (Rahul Singh) 2/4এক্সিস মাই ইন্ডিয়া গ্রুপের এমডি প্রদীপ গুপ্তা জানিয়েছেন, ৬টি সিটে লড়াই হয়েছিল। তার মধ্য়ে ৫টি আসনে বিজেপি জিততে পারে। একটি আসনে একেবারে হাড্ডাহাড্ডি লড়াই। এরপরই কংগ্রেস সরকারের অন্দরে নানা কানাঘুষো শুরু হয়ে যায়। এই এক্সিট পোলের ফলাফল যদি মিলে যায় তবে তো একেবারে বিরাট খারাপ খবর কংগ্রেসের কাছে। কারণ এর মাধ্যমে কংগ্রেস সরকারের গদিও টলমল হয়ে যেতে পারে। তবে বাস্তবে কী হবে তার জন্য় আর কিছুটা অপেক্ষা করতে হবে। (ANI Photo/Shrikant Singh) (Rahul Singh) 3/4উপনির্বাচনে ৬টা আসনের মধ্যে ৫টা আসনই চলে যেতে পারে বিজেপির ঝুলিতে। একটা আসনে লড়াই হতে পারে। তবে সেখানেও কংগ্রেস কতটা দাঁড়াতে পারবে সেই প্রশ্ন উঠছে। . (Photo by AFP) (Rahul Singh) 4/4ইন্ডিয়া টুডে ও এক্সিস মাই ইন্ডিয়া এক্সিট পোলের হিসাবে বলা হচ্ছে বিজেপি এবার চারটি আসনেই জিততে পারে। মান্ডি হামিরপুর, কাংরা আর সিমলা এই চারটি লোকসভা আসনে জিততে পারে বিজেপি। (ANI Photo/Rahul Singh) (Rahul Singh) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি