গোয়ায় জয় হাসিল করেছে বিজেপি। এবার আর দরকষাকষি নয়। একক বৃহত্তম দল হিসাবে গোয়ার ময়দানে বিজেপি। এবার নির্বাচনের ময়দানে নানা রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছিল গেরুয়া শিবির। একাধিক বিধায়ককেও টিকিট দেয়নি গেরুয়া শিবির। প্রতিষ্ঠান বিরোধিতার জেরে যাতে দলের সমস্য়া না হয় সেজন্য সবদিক ব্যবস্থা করেছিল গেরুয়া শিবির। আর সেই টোটকা একেবারে কাজে দিয়েছে। এবার প্রশ্ন মুখ্যমন্ত্রী কে হবেন? তবে ইতিমধ্যেই বিশ্বজিৎ রানের নাম নিয়ে আলোচনা চলছে। এদিন তাঁর গাড়ি ঘিরেও এই আবেদন তুলেও স্লোগান দেন দলীয় কর্মীরা।তবে ফলাফল নিয়ে উচ্ছসিত বিজেপি শিবির। এদিকে কঠিন লড়াইয়ের মাধ্যমে গোয়ার সানকুইলিম আসনটি জিতেছেন মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। অন্যদিক গোয়ার ভালপোই কেন্দ্র থেকে জিতেছেন প্রাক্তন মন্ত্রী বিশ্বজিৎ রানে। আর প্রশ্নটা এখানে, তিনিই কি এবার মুখ্য়মন্ত্রীর পদের দৌড়ে এগিয়ে থাকবেন? এব্যাপারে বিজেপি নেতা বিশ্বজিৎ রানে জানিয়েছেন, মানুষ বহিরাগতদের মানতে পারেননি। মানুষের জন্য যারা কাজ করেন সেই দলকেই ক্ষমতায় এনেছেন মানুষ। তবে প্রমোদ সাওয়ান্তই কি আবার মুখ্যমন্ত্রী হবেন? বিশ্বজিৎ রানে জানিয়েছেন, পার্টি নেতৃত্ব এনিয়ে ঠিক করবেন। তবে ম্যাজিক ফিগার পেয়ে গিয়েছে বিজেপি। এবার কে বসবেন মুখ্যমন্ত্রীর আসনে সেটাই নিশ্চিত করতে চাইছে বিজেপি। নতুন মুখ নাকি পুরানো মুখে ভরসা করবে গেরুয়া শিবির? সেটাই এখন প্রশ্ন। গোয়ায় জয় হাসিল করেছে বিজেপি। এবার আর দরকষাকষি নয়। একক বৃহত্তম দল হিসাবে গোয়ার ময়দানে বিজেপি। এবার নির্বাচনের ময়দানে নানা রাজনৈতিক কৌশল প্রয়োগ করেছিল গেরুয়া শিবির। একাধিক বিধায়ককেও টিকিট দেয়নি গেরুয়া শিবির। প্রতিষ্ঠান বিরোধিতার জেরে যাতে দলের সমস্য়া না হয় সেজন্য সবদিক ব্যবস্থা করেছিল গেরুয়া শিবির। আর সেই টোটকা একেবারে কাজে দিয়েছে। এবার প্রশ্ন মুখ্যমন্ত্রী কে হবেন? তবে ইতিমধ্যেই বিশ্বজিৎ রানের নাম নিয়ে আলোচনা চলছে। এদিন তাঁর গাড়ি ঘিরেও এই আবেদন তুলেও স্লোগান দেন দলীয় কর্মীরা।তবে ফলাফল নিয়ে উচ্ছসিত বিজেপি শিবির। এদিকে কঠিন লড়াইয়ের মাধ্যমে গোয়ার সানকুইলিম আসনটি জিতেছেন মুখ্য়মন্ত্রী প্রমোদ সাওয়ান্ত। অন্যদিক গোয়ার ভালপোই কেন্দ্র থেকে জিতেছেন প্রাক্তন মন্ত্রী বিশ্বজিৎ রানে। আর প্রশ্নটা এখানে, তিনিই কি এবার মুখ্য়মন্ত্রীর পদের দৌড়ে এগিয়ে থাকবেন? এব্যাপারে বিজেপি নেতা বিশ্বজিৎ রানে জানিয়েছেন, মানুষ বহিরাগতদের মানতে পারেননি। মানুষের জন্য যারা কাজ করেন সেই দলকেই ক্ষমতায় এনেছেন মানুষ। তবে প্রমোদ সাওয়ান্তই কি আবার মুখ্যমন্ত্রী হবেন? বিশ্বজিৎ রানে জানিয়েছেন, পার্টি নেতৃত্ব এনিয়ে ঠিক করবেন। তবে ম্যাজিক ফিগার পেয়ে গিয়েছে বিজেপি। এবার কে বসবেন মুখ্যমন্ত্রীর আসনে সেটাই নিশ্চিত করতে চাইছে বিজেপি। নতুন মুখ নাকি পুরানো মুখে ভরসা করবে গেরুয়া শিবির? সেটাই এখন প্রশ্ন। |#+|