২০১৭ সালে ছিল ৪৯ শতাংশ, ২০১৯ সালে হল ৬৯ শতাংশ🔯 এবং ২০২২ সালে ঠেকল ৪৩ শতাংশ। একেবারে সাপ-লুডোর খেলার মতো হিমাচল প্রদেশে বিজেপির প্রাপ্ত ভোটের হারের উত্থান-পতন হয়েছে। একইভাবে কংগ্রেসেরও প্রাপ্ত ভোটের হার বেড়েছে, কমেছে।
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হার (শতাংশ)
- ৪৮.৭৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি।
- ৪১.৬৮ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস।
- সিপিআইএম পেয়েছিল ১.৪৭ শতাংশ ভোট।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হার (শতাংশ)
২০১৯ সালের লোকসভা ভোটে হিমাচলে ভরাডুবির মুখে পড়েছিল কংগ্রেস। হাত শিবিরের প্রাপ্ত ভোটের হার ৩০ শতাংꦕশের নীচে নেমে গিয়েছিল। সেইসময় বিজেপি এবং কংগ্রেসের ভোট শতাংশের ফারাক ছিল ৪২ শতাংশ ছিল। যা ভারতের যে রাজ্যে সর্বাধিক ভোটের ফারাক ছিল।
- লোকসভা নির্বাচনে ৬৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি।
- কংগ্রেস পেয়েছিল মাত্র ২৭ শতাংশ ভোট।
আরও পড়ুন: Himachal Pradesh Election Result LIV🐼E: নিজেদের MLA-দের ধরে রাখা কংগ্রেসের দায়িত্ব: জয়রাম
২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হার (শতাংশ)
- বিজেপি: আপাতত ৪২.৯৯ শতাংশ ভোট পেয়েছে।
- কংগ্রেস: ৪৩.৮৬ শতাংশ ভোট পেয়েছে।
- আম আদমি পার্টি (আপ): আপের প্রাপ্ত ভোটের হার ১.১ শতাংশ।
- সিপিআইএম: ০.৬৬ শতাংশ ভোট পেয়েছে লাল বাহিনী।
(বিশেষ দ্রষ্টব্য: দুপুর ৩ টে ৪০ মিনিট পর্যন্ত নির্বাচন কমিশন ওয়েবসাইটে প্রাপ্ত তথ্য অনুযায়ী এবারে𝓀র বিধানসভা নির্বাচনের ফলাফল দেওয়া হয়েছে।)