বাংলা নিউজ > ভোটযুদ্ধ > Himachal Pradesh Election Results 2022: ২০১৯-তে দেশে রেকর্ড, ৩ বছর পরে BJP-র ভোট কমল ২৬% - হিমাচলে হল সাপ-লুডোর খেলা
২০১৭ 𝓡সালে ছিল ৪৯ শতাংশ, ২০১৯ সালে হল ৬৯ শতাংশ এবং ২০২২ সালে ঠেকল ৪৩ শতাংশ। একেবারে সাপ-লুডোর খেলার মতো হিমাচল প্রদেশে বিজ𒊎েপির প্রাপ্ত ভোটের হারের উত্থান-পতন হয়েছে। একইভাবে কংগ্রেসেরও প্রাপ্ত ভোটের হার বেড়েছে, কমেছে।
২০১৭ সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হার (শতাংশ)
- ৪৮.৭৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি।
- ৪১.৬৮ শতাংশ ভোট পেয়েছিল কংগ্রেস।
- সিপিআইএম পেয়েছিল ১.৪৭ শতাংশ ভোট।
২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হার (শতাংশ)
২০১৯ সালের লোকসভা♎ ভোটে হিমাচলে ভরাডুবির মুখে পড়েছিল কংগ্রেস। হাত শিবিরের প্রাপ্ত ভোটের হার ৩০ শতাংশের নীচে নেমে গিয়েছিল। সেইসময় বিজেপি এবং কংগ্রেসের ভোট শতাংশের ফারাক ছিল ৪২ শতাংশ ছিল। যা ভারতের যে রাজ্যে সর্বাধিক ভোটের ফারাক ছিল।
- লোকসভা নির্বাচনে ৬৯ শতাংশ ভোট পেয়েছিল বিজেপি।
- কংগ্রেস পেয়েছিল মাত্র ২৭ শতাংশ ভোট।
আরও পড়ুন: Himachal Pradesh Elꦓe꧅ction Result LIVE: নিজেদের MLA-দের ধরে রাখা কংগ্রেসের দায়িত্ব: জয়রাম
২০২২ সালের বিধানসভা নির্বাচনে বিভিন্ন দলের ভোটের হার (শতাংশ)