Congress Manifesto: ক্ষমতায় এলে ৩০ লাখ সরকারি চাকরি, বড় প্রতিশ্রুতি রাহুলের, কাজের সুনামি আসবে দেশে Updated: 07 Mar 2024, 08:46 PM IST Satyen Pal Share ক্ষমতায় এলেই বিরাট চাকরির প্রতিশ্রুতি। কংগ্রেসের ইস্তেহার কতটা মন ভেজাবে যুবকদের? 1/5সামনেই লোকসভা ভোট। তার আগে যুব সম্প্রদায়ের জন্য ইস্তেহার প্রকাশ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। মূলত যুবকদের মন পেতে কংগ্রেসের এই ম্যানিফেস্টোতে একাধিক প্রতিশ্রুতির কথা উল্লেখ করা হয়েছে। এই ইস্তেহারে একটি বার্ষিক চাকরির প্যাকেজের কথা বলা হয়েছে। ২৫ বছর বয়সি ডিপ্লোমা হোল্ডারদের জন্য ১ লাখ টাকার চাকরির প্যাকেজ দেওয়া হবে।. (ANI) (Vijender Singh-X) 2/5প্রশ্ন ফাঁসের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা করা হবে। সরকারি ক্ষেত্রে ৩০ লাখ চাকরির পদ পূরণ করা হবে। যুব রোশনি নামে একটি প্রকল্প আনা হবে যেখানে ৪০ বছর বয়সের নীচে যারা তাদের জন্য স্টার্ট আপের ব্যবস্থা করা থাকবে। (ANI Photo) (Vijender Singh-X) 3/5ভারত জোড়ো ন্যায় যাত্রায় বেরিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে বহু ক্ষেত্রেই দেখা গিয়েছে যে যুব সম্প্রদায় রাহুল গান্ধীকে ঘিরে রয়েছে। যুব সম্প্রদায়ের মধ্য়ে রাহুল গান্ধী যথেষ্ট জনপ্রিয়। সেই নিরিখে এবার যুবকদের মন পেতে বড়় প্রতিশ্রুতি দিচ্ছে কংগ্রেস। (ANI Photo) (Vijender Singh-X) 4/5রাহুল গান্ধী জানিয়েছেন, দেশে ৩০ লাখ সরকারি চাকরির পদ শূন্য রয়েছে। মোদীজী এই শূন্যপদগুলি পূরণ করতে চাইছেন না। বিজেপি এটা চাইছেন না। কিন্তু ক্ষমতায় চলে আসার পরে আমাদের প্রথম কাজ হবে এই পদগুলি সবার আগে পূরণ করুন। REUTERS/Amit Dave/File Photo (Vijender Singh-X) 5/5গোটা দেশজুড়েই নিয়োগ কেলেঙ্কারির অভিযোগ। চাকরি ক্ষেত্রে একের পর এক দুর্নীতির অভিযোগ। সেই নিরিখে এবার বড় প্রতিশ্রুতির কথা বললেন রাহুল গান্ধী। (ANI Photo) (Vijender Singh-X) পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি