আগামী সোমবার ২০ মে পঞ্চম দফায় ভোটগ্রহণ হবে দেশে। এই দফায় ৮ টি রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের অঞ্চলের ৪৯ টি আসনে ভোট হবে। তাতে ভাগ্য নির্ধারণ হবে ৬৯৫ জন প্রার্থীর। তার মধ্যে রয়েছেন, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল থেকে শুরু করে একাধিক হেভিওয়েট প্রার্থী। এই প্রার্থীদের মধ্যে অনেকেই যেমন রয়েছেন ধনকুবের, আবার অনেকেই চাল🔯𒁃চুলোহীন দরিদ্র প্রার্থী।
আরও পড়ুন: ষষ্ঠ দফায় ৩৯% 🌠প্রার্থী কোটিপতি, দরিদ্রতমের স💮ম্পদ মাত্র ২ টাকা!
অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রেটিক রিফর্মস (এডিআর)-এর তথ্য অনুযায়ী, পঞ্চম দফায় ৬৯৫ জন প্রার্থীর মধ্যে ২২৭ জন অর্থাৎ ৩৩ শতাংশ প্রার্থী হলেন কোটিপতি, যাদের সম্পত্তির পরিমাণ এক কোটি টাকার বা তার বেশি। এডিআরের তথ্য অনুযায়ী, এই দফায় সবচেয়ে ধনী প্রার্থী হলেন বিজেপির অনুরাগ শর্মা। তিনি উত্তর প্রদেশের ঝাঁসি আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।তাঁর মোট সম্পত্তি𒉰র পরিমাণ হল- ২১২ কোটি টাকার। দ্বিতীয় স্থানে রয়েছেন- মহারাষ্ট্রের ভিওয়ান্দি আসনের নির্দল প্রার্থী নিলেশ ভগবান সাম্বারে। তাঁর মোট সম্পত্তি হল- ১১৬ কোটি টাকার। আর কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল রয়েছেন তৃতীয𝐆় স্থানে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হল-১১০ কোটি টাকা। মহারাষ্ট্রের মুম্বই উত্তর আসন থেকে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অন্যদিকে, কংগ্রেসের কৃষ্ণনন্দ ত্রিপাঠির সম্পত্তি রয়েছে ৭০ কোটি টাকার। তিনি ঝাড়খণ্ডছত্র আসন থেকে লড়বেন। মহারাষ্ট্রের মুম্বই উত্তর-পশ্চিম আসনের শিবসেনা (উদ্ভব বালাসাহেব ঠাকরে) প্রার্থী রবীন্দ্র দত্তরাম ওয়াইকারের ꦓসম্পত্তি রয়েছে ৫৪ কোটি টাকার।