লোকসভা নির্বাচনে ষষ্ঠ দফায় ভোট গ্রহণ হবে আগামী ২৫ মে। এই দফায় দেশজুড়ে মোট ৫৭ টি কেন্দ্রে ভোট হবে। তাতে মোট প্রার্থীর সংখ্যা হল- ৮৬৬ জন। আর এই সমস্ত প্রার্থীর মধ্যে কতজন কোটিপতি? তা জানলে অবাক হবেন। নির🐲্বাচন কমিশনের তথ্য অনুযায়ী , এই দফায় প্রায় ৩৯ শতাংশ অর্থাৎ ৩৩৮ জন প্রার্থীই হলেন কোটিপতি। যারমধ্যে রয়েছেন ধনকুবের নবীন জিন্দাল। তেমনি আবা𓆉র ফৌজদারি মামলা রয়েছে ২১ শতাংশ প্রার্থীর বিরুদ্ধে।
আরও পড়ুনঃ প্রথম দফায় ধনীতম প্রার্থীর সম্পদ ৭১৬ কোটি, দরিদ্রতমেꦓর সম্পদ ৩২০ টাকা
এডিআর-এর তথ্য অনু༺সারে, প্রার্থীদের গড় সম্পদের পরিমাণ হল- ৬.২১ কোটি। ষষ্ঠ দফায় সবচেয়ে ধনীতম প্রার্থী হলেন ধনকুবের নবীন জিন্দাল। তিনি কুরুক্ষেত্র আসন থেকে তিনি বিজেপির প্রার্থী হয়েছেন। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হল- ১,২৪১ কোটি টাকার। তারপরে দ্বিতীয় স্থানে রয়েছেন বিজেডির সন্ত্রুপ্ত মিশ্র। তাঁর মোট সম্পত্তির পরিমাণ হল- ৪৮২ কোটি টাকা এবং তৃতীয় স্থানে রয়🔴েছেন আম আদমি পার্টির সুশীল গুপ্তা। তাঁর মোট সম্পত্তি হল- ১৬৯ কোটি টাকার। তিনিও কুরুক্ষেত্র আসন থেকেই ভোটে লড়ছেন।
কোন দলের কত শতাংশ প্রার্থী কোটিপতি?
নির্বাচনী হলফনামা অনুযায়ী, এই দফায় সবচেয়ে বেশি কোটিপতি প্রার্থী হল বিজেপির। দলের ৫১ জন প্রার্থীর মধ্যে ৪৮ জন হলেন কোটিপতি। কংগ্রেসের ২৫ প্রার্থীর মধ্যেꦫ ২০ জন, বিজেডির ৬ জন প্রার্থীই হলেন কোটিপতি। আরজেডি, জেডি (ইউ)-এর থেকে চার জন প্রার্থীর মধ্যে চার জনই কোটিপতি। আপের 🌞৫ প্রার্থীর মধ্যে ৪ জন এবং এআইটিসির ৯ জন প্রার্থীর মধ্যে ৭ জন কোটিপতি।