সকাল থেকে গণনা শুরু হতেই যে ট্রেন্ড দেখা গিয়েছে তা কার্যত চমকে দেওয়ার মতো। বুথ ফেরত সমীক্ষায় যে সম্ভাব্য ফলাফল প্রকাশিত হয়েছিল তার পুরো উলটোটাই দেখা যাচ্ছে গণনাতে। এখনও পর্যন্ত যা ট্রেন্ড তাতে রাজ্যের ৪২ টা আসনের মধ্যে ৩১টিতে এগিয়ে রয়েছে তৃণমূল। সেখানে বিজেপি এগিয়ে রয়েছে ১০ টি আসনে। রাজ্যের নজরকাড়া কেন্দ্রগুলির মধ্যে অন্যতম হল বারাকপুর কেন্দ্রটি। এখানে বিদায়ী সাংসদ বিজেপি প্রার্থী অর্জুন সিং প্রায় ৪০ হাজার ভোটে পিছিয়ে রয়েছে ( এই প্রতিবেদন লেখা অবধি)। আর পিছিয়ে থাকতেই কার্যত মেজাজ হারালেন অর্জুন। এক তৃণমূল নেতাকে মার🍒ধর করার অভিযোগ উঠল বিজেপি প্রা🧸র্থীর বিরুদ্ধে।
পড়ুনঃ হলফনামায় দ্বিতীয় বিয়ের তথ্যꦅ গোপন, অর্জওুনের মনোনয়ন বাতিলের দাবি তুলল TMC
রজত মৈত্র নামে এক তৃণমূল নেতাকে অর্জไুন সিং ঘুষি মারেন বলে অভিযোগ। তৃণমূল নেতার অভিযোগ, সুরেন্দ্রনাথ কলেজের গণনা কেন্দ্রের সামনে হঠাৎ করে অর্জুন সিং তাঁকে এসে ঘুষি মারেন। তিনি বলেন, ‘আমরা নাকি মারপিট করছি এই অভিযোগ তুলে বিজেপি প্রার্থী মারধর করেছেন।’ তৃণমূল নেতার দাবি, সিসিটিভি ফুটেজ সামনে আনলেই সব স্পষ্ট হয়ে যাবে। &nbs💎p;তিনি বলেন, ‘মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে তৃণমূলকে ভোট দিয়েছে। হেরে যাওয়ার ভয়েই বিজেপি প্রার্থী আমাদের মেরেছেন।’
যদিও অভিযোগ অস্বীকার করেছেন অর্জুন সিং। তিনি দাবꦛি করেছেন, তাঁদের দলের এক কর্মীকে মারধর করা হয়েছিল পুলিশের সামনে। তাই তিনি পুলিশকে বলতে গিয়েছিলেন। তাছাড়া ওই তৃণমুল নেতাকে তিনি চেনেন না। তাঁর পালটা অভিযোগ, তৃণমূলের লোকজন🔯 জয় বাংলা স্লোগান দিচ্ছে, বিজেপির লোকেদের মারধর করছে। এইসব ওরা করে বেড়াচ্ছে। অথচ পুলিশ দাঁড়িয়ে সেগুলি দেখছে। তবে এখনও জয়ের বিষয়ে আশাবাদী অর্জুন সিং। তিনি বলেন, ‘এখনও অনেক রাউন্ড বাকি রয়েছে সবে মাত্র কয়েক রাউন্ড হয়েছে। ২০১৯ সালেও তাই হয়েছিল। তাই এখনই ধরে নেওয়ার কিছু নেই।’