দ্বিতীয় দফাতেও ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে পারল না বিজেপি। শনিবার রাজ্যের ১৯টি আসনের প্রার্থী ঘোষণা করছে গেরুয়া শিবির। তালিকা নেই ডায়মন্ড হারবার। প্রার্থী দিতে পারেনি অনু𝄹ব্রতের গড় বীরভূমেও।
অভিষেককে হারানোর জন্য বারবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে বিজেপি নেতারা। বিচারপতিরপদ ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে জানিয়েছিলেন, যদি তিনি ডায়মন্ড হারবার থেকে ভোটে দাঁড়ান তবে তিনি আড়াই লাখ ভোটে হারাবেন তৃণ🐟মূলের সেনাপতিকে। কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকাতেও নাম ন🏅েই ডায়মন্ড হারবারে প্রার্থীর।
একই ভাবে কেষ্টর গড় বীরভূমে শতাব্দী রায়ের বিরুদ্ধ𝐆ে প্রার্থী ঘোষণা করতে পারেনি বিজেপি। সেখানেও কী তবে শক্ত লড়াই জেনে প্রার্থী খুঁজে পাচ্ছে না দল? দ্বিতীয় দফাতে নাম না থাকা এই প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে।
আরও পড়ুন। চমক, প্রত্যাশা পূরণ, জয়ীদের পিচ পরিবর্তন- এবার 🍸১৯ আসনে কাকে কোথায় টি🙈কিট BJP-র?
আসানসোল নিয়ে বাবুলের কটাক্ষ
প্রথম দফায় আসানসোলে বিজেপি প্রার্থীর নাম ঘোষণা করা হলেও তিনি নাম প্রত্যাহার করে নেন। মাঝে ভোজপুরি অভিনেতা দীনেশ লাল꧂ যাদব ওরফে নিরহুয়াকে প্রচার করতে দেখা যায়। কিন্তু দ্বিতীয় দফাতে আসানসোলে নতুন প্রার্থীর নাম নেই। একে কটাক্ষ করছেন বাবুল সুপ্রিয়। তিনি হাসির ইমোজি দিয়ে লিখেছেন, ‘হাহা হা! আসানসোলে এখনও প্রার্থী পেল না বিজেপি। ’