লোকসভা নির্বাচনকে ঘিরে সমস্ত রাজ্যে শুরু হয়ে গিয়েছে জোর প্রস্তু⛦তি। অসমেও লোকসভা নির্বাচনের প্রস্তুতি এখন ꧋তুঙ্গে। এই আবহে রাজ্যে কতগুলি আসনে বিজেপি লড়বে সে বিষয়টি দলের তরফে স্পষ্ট করা হল। এই রাজ্যে মোট ১৪ টি লোকসভা আসন রয়েছে। তার মধ্যে এবার ১১ টি আসনে লড়বে বিজেপি। বাকি তিনটি আসনে শরিক দল এজিপি ও ইউনাইটেড পিপলস পার্টি লিবারেলের (ইউপিপিএল) সঙ্গে আসন ভাগাভাগি করা হবে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ‘অমিত শাহ এবং জেপি নড্ডার সিদ্ধান্তকে সম্মান করে এজিপি এবার বরপেটা এবং ধুবড়িতে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইউপিপিএল কোকরাঝাড়ে প্রতিদ্বন্দ্বিতা করবে।’
আরও পড়ুন: আগামী সপ্তাহে প্রকাশিত হতে পারে বিজেপি প্রথম প্রার্থী তালিকা, চলছে সম💞ীক্ষা
প্রসঙ্গত, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিজেপি ১০ টি আসনের প্রতিদ্বন্দ্বিতা করেছিল। এবার সেখানে একটি বেশি আসনে প্রতিদ্বন্দ্বিতা করছে গেরুয়া শিবির। এছাড়া এজিপি গতবার তিনটি আসন এবং বোড়োল্যান্ড ꦜপিপলস ফ্রন্ট (বিপিএফ) একটি আসনে লড়েছিল। যদিও ২০২০ সালে বিজেপির জোট থেকে বেরিয়ে গিয়েছিল বিপিএফ এবং ইউপিপিএলের সঙ্গে জোট করেছিল। পরবর্তী সময়ে ইউপিপিএল বিজেপির সঙ্গে জোট করে। উল্লেখ্য, ২০১৯ সালে বিজেপি ৯ আসনে জিতেছিল। শুধুমাত্র একটিতে হেরেছিল কংগ্রেসের কাছে।
অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বৃহস্পতিবার ঘোষণা করেছেন, ভারতীয় জনতা পার্টি (বিজেপি) অসমের ১১টি লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। এজিপি দুটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে এবং ইউপিপিএল একটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে অসমের মুখ্যমন্ত্রী বলেন, যে তিনি আত্মবিশ্বাসী যে বিজেপি রাজ্যে ১১ টি আসনেই জয়ী হবে বিজেপি এবং বাকি ৩টি আসনে তাদের শরিক দল জয়ী হ♋বে।